শিক্ষার খবর

এক বছরেই কমপ্লিট হবে মাস্টার্স ডিগ্রী! আগামী শিক্ষবর্ষ থেকে নিয়ম চালু করবে ইউজিসি

এবার থেকে তিন বা চার বছরের অপেক্ষা নয়। এক বছরেই কমপ্লিট হবে কোর্স, হাতে আসবে মাস্টার্স ডিগ্রী। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

দেশের উচ্চশিক্ষায় বিরাট বদলের আভাস। এবার থেকে দুই নয় বরং এক বছরের স্নাতকোত্তর কোর্সে (PG) ভর্তি হতে পারবেন সমস্ত পড়ুয়ারা। সেক্ষেত্রে বছর শেষেই পেয়ে যাবেন ডিগ্রি সার্টিফিকেট। সম্প্রতি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC) -এর তরফে জানানো হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকেই দেশের বিশ্ববিদ্যালয়গুলি ১ বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তি চালু করতে পারবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত মেনে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি এখন এক বছরের মাস্টার্স ডিগ্রির পথে হাঁটছে। যে সমস্ত শিক্ষার্থীরা নয়া স্নাতক কোর্সে ভর্তি হচ্ছেন, তাঁরা সকলেই পাবেন ভর্তির সুযোগ। জাতীয় শিক্ষা নীতির পথ অনুসরণ করে দেশে চালু হয়েছে চার বছরের স্নাতক ডিগ্রি প্রোগ্রাম। ইউজিসির স্পষ্ট বক্তব্য, এই কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা চার বছরের গ্র্যাজুয়েশনের পর এক বছরের মাস্টার্স করতে পারবেন। নয়া স্নাতক প্রোগ্রামে পড়াশোনা করা পড়ুয়ারা কোর্স শেষে রিসার্চ-সহ অনার্স ডিগ্রি পাবেন। পাবেন গবেষণার সুযোগ। ইতোমধ্যে স্নাতক কোর্সের নিয়মকানুন প্রকাশ করেছে ইউজিসি। কমিশনের তরফে বক্তব্য, কোনো পড়ুয়া চাইলে দুই বছরের স্নাতকোত্তর কোর্সেও ভর্তি হতে পারবেন। যদিও, স্নাতকোত্তরে কোর্সে ভর্তির বিষয়টি বাধ্যতামূলক নয়।

এক বছরেই কমপ্লিট হবে মাস্টার্স ডিগ্রী

আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২৪ পরীক্ষার্থীদের জন্য বিরাট নিয়ম লাগু করল পর্ষদ

ইতোমধ্যে দেশজুড়ে ১৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে চার বছরের স্নাতক ডিগ্রি প্রোগ্রাম। পরের শিক্ষাবর্ষ থেকে সংখ্যাটা আরও বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে। দেশে জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পর থেকেই শিক্ষা কাঠামোয় ব্যাপক পরিবর্তন এসেছে। উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বদলানো হচ্ছে স্কুল ও কলেজের এডুকেশন সিস্টেম। নতুন শিক্ষা ব্যবস্থায় আগ্রহী হচ্ছেন পড়ুয়ারাও। সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে আরও বেশ কিছু নয়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। বর্তমানে যার প্রস্তুতি চলছে দেশজুড়ে।

এক বছরেই কমপ্লিট হবে মাস্টার্স ডিগ্রী

Related Articles