কেন্দ্রীয় সরকারের আধার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার চাকরিপ্রার্থীরা সুপারভাইজার হিসেবে নিযুক্ত হতে পারবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির জন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা অপেক্ষা করছিলেন, তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। বর্তমানে এদের মধ্যেই আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আগামী ১ আগস্ট পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। অবশ্যই আবেদনের সঠিক নিয়ম ভালোভাবে জেনে নেওয়া বাধ্যতামূলক। এই কারণেই চাকরিতে আছে তার সহায়তার উদ্দেশ্যে EXAM BANGLA এর তরফে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো।
নিয়োগ কারী সংস্থা- UIDAI।
পদের নাম- আধার সুপারভাইজার/অপারেটর।
মোট শূন্য পদের সংখ্যা- ২০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যেকোন স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি ITI বা ডিপ্লোমা ডিগ্রি থাকলেও চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার পাশাপাশি উচ্চতর যে কোন যোগ্যতার পুরুষ মহিলা নির্বিশেষে সকল চাকরিপ্রার্থী এই পদে আবেদন জমা করতে পারবেন।
চাকরির খবরঃ রেলওয়ে নির্মাণকারী সংস্থায় শিক্ষানবিশ নিয়োগ
বয়স সীমা- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরিপ্রার্থীদের সংরক্ষণের নিয়ম মেনেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা- এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীর কোনরকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এক্ষেত্রে ভারতবর্ষের যে কোন রাজ্যের যে কোন জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে আধার সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রত্যেকটি চাকরিপ্রার্থীর কাছে আবশ্যিকভাবে UIDAI এর টেস্টিং এন্ড সার্টিফায়িং এজেন্সি কর্তৃক প্রদত্ত আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন- এই পদে নিযুক্ত কর্মীদের কর্মদক্ষতা এবং কাজের উপর নির্ভর করে যথাযথ পরিমাণ বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ নদীয়া জেলায় মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- এই নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আগে থেকে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। আবেদনকারী চাকরিপ্রার্থীদের একাডেমিক নম্বর ও যোগ্যতার উপর নির্ভর করে সরাসরি কর্মী হিসেবে নিয়োগ করা হবে। যদিও প্রয়োজন অনুসারে পরবর্তী সময়ে ইন্টারভিউয়ের আয়োজন করতে পারে UIDAI।
আবেদন পদ্ধতি- এই পদের আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের https://csc.gov.in/ask -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আধার সুপারভাইজার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের প্রথমে নিজেদের রাজ্যের নাম সিলেক্ট করে তারপরে আবেদন জানাতে হবে এবং ০১/০৮/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্র দিয়া জমা করতে হবে।