100 Rupees Note: ১০০ টাকার নতুন নোটের পেছনে কি ছবি থাকে? জানলে অবাক হবেন আপনিও

অতীত থেকে বর্তমান পর্যন্ত ভারতীয় মুদ্রার ইতিহাস ঐতিহ্যময়। এখন ভারতে নোট ও কয়েনের ব্যবহার চলে। নানান মূল্যের নোটের প্রচলন থাকলেও ভারতীয় সমাজে সবচেয়ে ব্যবহৃত নোটটি হল ১০০ টাকার নোট। দৈনন্দিন…

Published By: Exam Bangla | Published On:

অতীত থেকে বর্তমান পর্যন্ত ভারতীয় মুদ্রার ইতিহাস ঐতিহ্যময়। এখন ভারতে নোট ও কয়েনের ব্যবহার চলে। নানান মূল্যের নোটের প্রচলন থাকলেও ভারতীয় সমাজে সবচেয়ে ব্যবহৃত নোটটি হল ১০০ টাকার নোট। দৈনন্দিন কেনাকাটা থেকে প্রয়োজনীয় আদানপ্রদান ১০০ টাকার নোট ব্যবহারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ভারতীয়রা। বড় নোটের বদলে পকেটে ১০০ টাকার নোট বহন ও বিনিময় অপেক্ষাকৃত সহজ ও সুবিধাজনক।

বর্তমানে ভারতের বাজারে দুই ধরণের ১০০ টাকার নোট প্রচলিত রয়েছে। পুরনো একশো টাকার নোট ও নতুন একশো টাকার নোট। এই নোটগুলিতে বেশ কিছু নকশা করা রয়েছে। যা নির্দিষ্ট কিছু অর্থ বহন করে। সাধারণত এই সকল নকশা খুঁটিয়ে দেখা হয়না। তাই আমরা অনেকেই জানিনা রোজকার ব্যবহৃত নোটে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে। আজকের এই প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

আরও পড়ুনঃ ৫০ টাকার নোটের ব্যাপারে অজানা তথ্য জানুন

২০১৮ সালের আগে অবধি ভারতীয় বাজারে এক ধরণের ১০০ টাকার নোট প্রচলিত ছিল। নীল-সবুজ এই নোটের সামনের দিকে থাকত গান্ধীজির ছবি আর নোটের পিছনের দিকে থাকত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ছবি। এই ছবিটি সিকিমের পেলিং থেকে তোলা হয়েছিল। দার্জিলিংয়ের স্থানীয় মানুষজন কাঞ্চনজঙ্ঘাকে পবিত্র বলে মনে করেন। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা ভারতীয় ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বহন করে। সেসব কারণে ভারতীয় ১০০ টাকার নোটে কাঞ্চনজঙ্ঘার ছবি ব্যবহারের সিদ্ধান্ত হয়।

 

100 Rupees Note
New One Hundred Rupee Indian Currency

নতুন একশো টাকার নোটের পিছনে কিসের ছবি থাকে?

২০১৮ সালের পর নতুন একশো টাকার নোট বাজারে আনে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই জানায় এই নতুন নোটে একটি বিশেষ বৈশিষ্ট্য রাখা হচ্ছে যার দরুণ এটি বেশি টেকসই হবে ও চলবে অনেকদিন। নতুন ১০০ টাকার নোটটি দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার ও প্রস্থে ৬৬ মিলিমিটার। নোটের বাঁদিকে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি, স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান । নোটের ডানদিকে থাকে অশোক স্তম্ভ। নোটের ওপরে লেখা থাকে ‘আরবিআই’ ‘ইন্ডিয়া’ ও ‘একশো টাকার নোট’। নোটের পিছন দিকে রয়েছে ‘ইউনেস্কো’ স্বীকৃত ঐতিহ্যশালী স্থাপত্য গুজরাটের ‘রানি কি ভাব’-এর ছবি। পাশাপাশি লেখা থাকে ছাপানোর সাল।

প্রসঙ্গত, আরবিআই জানিয়েছে, ভারতের বাজারে একশো টাকার নতুন ও পুরনো উভয় নোটই প্রচলিত থাকবে। তবে সম্প্রতি দুই হাজার টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

চাকরির খবরঃ এই মুহূর্তের সব চাকরির খবর

100 Rupees Note

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career