UPSC CES Recruitment: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২৬ সালের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন (ESE) বা ইঞ্জিনিয়ারিং পরিষেবা পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর মতো বিভিন্ন শাখায় যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা UPSC -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)
মোট শূন্যপদ- ৪৭৪ টি
পদের নাম- ইঞ্জিনিয়ারিং সার্ভিস
পদের বিবরণ ও শাখা-
ক্যাটাগরি ১-সিভিল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ-এ)
১. সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস
২. সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (রোড), গ্রুপ-এ (সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট)
৩. সার্ভে অফ ইন্ডিয়া গ্রুপ-‘এ’ সার্ভিস
৪. এইই (সিভিল) ইন বর্ডার রোডস ইঞ্জিনিয়ারিং সার্ভিস
৫. এইই (কিউএসএন্ডসি) ইন এমইএস সার্ভেয়র ক্যাডার
৬. সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং (গ্রুপ-‘এ’) সার্ভিস
৭. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস
৮. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (সিভিল)
৯. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) – সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট
ক্যাটাগরি ২-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ/বি)
১. এইই ইন জিএসআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপ-‘এ’
২. ইন্ডিয়ান নেভেল মেটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৩. ডিফেন্স এরোনটিকেল কোয়ালিটি অ্যাসুউরেন্স সার্ভিস/ এসএসও-২ (মেকানিক্যাল)
৪. এইই (ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল) ইন বর্ডার রোডস ইঞ্জিনিয়ারিং সার্ভিস (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৫. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস
৬. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসেস (মেকানিক্যাল)
৭. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসেস (স্টোরস)-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস
৮. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১(আইইডিএস) মেকানিক্যাল ট্রেড
৯. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২(আইইডিএস) মেকানিক্যাল ট্রেড
১০. এইই গ্রুপ-‘এ’ (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স
ক্যাটাগরি ৩-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ/বি)
১. সেন্ট্রাল ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
২. ইন্ডিয়ান নেভেল মেটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৩. সেন্ট্রাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপ-‘এ’ (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৪. ডিফেন্স এরোনটিকেল কোয়ালিটি অ্যাসুউরেন্স সার্ভিস/ এসএসও-২ (ইলেকট্রিক্যাল)
৫. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস
৬. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১(আইইডিএস) ইলেকট্রিক্যাল ট্রেড
৭. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২(আইইডিএস) ইলেকট্রিক্যাল ট্রেড
৮. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রিক্যাল)
৯. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস)-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট
১০. এইই গ্রুপ-‘এ’ (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স
ক্যাটাগরি ৪-ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ/বি)
১. ইন্ডিয়ান রেল রেডিও রেগুলেটরি সার্ভিস গ্রুপ-‘এ’
২. ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন সার্ভিস গ্রুপ-‘এ’
৩. ইন্ডিয়ান নেভেল মেটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৪. ডিফেন্স এরোনটিকেল কোয়ালিটি অ্যাসুউরেন্স সার্ভিস/ এসএসও-২ (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন)
৫. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস
৬. জুনিয়র টেলিকম অফিসার গ্রুপ-‘বি’
৭. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১(আইইডিএস) ইলেকট্রনিক্স ট্রেড
৮. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২(আইইডিএস) ইলেকট্রনিক্স ট্রেড
৯. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন)
১০. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) – সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন পোস্ট
১১. এইই গ্রুপ-‘এ’ (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পোস্ট) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স
বয়সসীমা- আবেদনকারীদের বয়স অবশ্যই ২১ বছর হতে হবে। যোগ্য প্রার্থীর জন্ম ২ জানুয়ারী, ১৯৯৬ থেকে ১ জানুয়ারী, ২০০৫ সালের মধ্যে হতে হবে। এবং ১ জানুয়ারী, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স যেন ৩০ বছর না হয়। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট কয়েকটি পেশাদার পরীক্ষার পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা। মহিলা, এসসি, এসটি, ও পিডব্লিউদিডি প্রার্থীদের জন্য কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া- যোগ্য আবেদনকারীদের https://upsconline.nic.in ওয়েবসাইট -এ অনলাইনে আবেদন করতে হবে। নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে একাউন্ট তৈরি করে ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট করতে হবে। তারপর কমন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর কোন পরিবর্তন বা সংশোধন করা যাবে না। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬.১০.২০২৫ সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তারিখ- প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬।
অন্যান্য যোগ্যতা-
- প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- ১ জানুয়ারী, ১৯৬২ সালের আগে ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আসা নেপালি, ভুটানি এবং তিব্বতি শরণার্থী আবেদন করতে পারবেন।
- এডমিট কার্ড পরীক্ষার তারিখের আগের সপ্তাহে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন -এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, ডাকযোগে পাঠানো হবে না।
- পরীক্ষায় মোবাইল ফোন, স্মার্টওয়াচ, পেনড্রাইভ ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। ওএমআর শীটে শুধুমাত্র কালো বলপেন ব্যবহার করতে হবে।
- ভুল উত্তর দেওয়ার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষায় নিষিদ্ধ করা হতে পারে।
- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আবেদন প্রক্রিয়ার জন্য একটি হেল্পলাইন চালু করেছে: 011-24041001
পরীক্ষার কেন্দ্র, পিডব্লিউবিডি সংরক্ষণ, চিকিৎসা পরীক্ষা, ও নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.