UPSC EPFO Recruitment: কেন্দ্র সরকারের প্রভিডেন্ট ফান্ড দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের UPSC সিভিল সার্ভিস পরীক্ষার সমতুল্য গ্রেড এর এই পরীক্ষার জন্য বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী অপেক্ষা করে থাকেন। এবারে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল এই নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে এনফোর্সমেন্ট অফিসার (EO), একাউন্টস অফিসার (AO) সহ একাধিক পদে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে অবশ্যই চোখ রাখুন EXAM BANGLA এর আজকের প্রতিবেদনে।
নিয়োগ কারী সংস্থা- UPSC EPFO।
পদের নাম- এনফোর্সমেন্ট অফিসার (EO), একাউন্টস অফিসার (AO) এবং অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC)।
মোট শূন্য পদের সংখ্যা- ২৩০ টি।
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা- দেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। ভারতবর্ষের যে কোন রাজ্য থেকে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা EPFO পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন।
চাকরির খবরঃ ১৫০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাংকে কর্মখালি
বয়স সীমা- EO/AO পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীরা ন্যূনতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। অপরদিকে APFC পদে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। উভয় পদেই সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- বর্তমানে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতন ক্রম অনুসারে বেতন নির্ধারণ করা হয়। এক্ষেত্রে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ন্যূনতম ৯০,০০০ টাকা বেতন পেয়ে থাকেন।
চাকরির খবরঃ মাসিক ৩৪,০০০ টাকার বেতনে কেন্দ্রীয় মেডিক্যাল সংস্থায় কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- প্রভিডেন্ট ফান্ড অফিসার হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়। এক্ষেত্রে সম্পূর্ণ MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হয় চাকরিপ্রার্থীদের। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। উভয় ধাপে উত্তীর্ণ ছাত্রী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে নিয়োগ করে UPSC।
আবেদন পদ্ধতি- বর্তমানে এই নিয়োগের জন্য একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আগামী ২৯/০৭/২০২৫ তারিখ থেকে চাকরি প্রার্থীরা UPSC EPFO পরীক্ষার জন্য আবেদন জানাতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে আবেদনপত্র পূরণ করে যথাযথ নথিপত্রের সঙ্গে জমা করতে হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।\
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.