UPSC CMS: ইন্টারভিউর দিনক্ষণ ঘোষণা করলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন!

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে ঘোষণা করা হলো কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস একজ়ামিনেশন ২০২২ (CMS) এর ইন্টারভিউর দিনক্ষণ। আগামী ১৭ই এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (upsc.gov.in) থেকে এ বিষয়ে জানতে পারবেন।

ইন্টারভিউর দিনক্ষণ চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (upsc.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার ‘হোয়াইটস নিউ’ সেকশনের অন্তর্গত ‘Interview schedule: CMS Examination 2022’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর ইন্টারভিউ শিডিউলের পিডিএফটি স্ক্রিনে দেখতে পাবেন।
৪) এবার রোল নম্বর অনুযায়ী ইন্টারভিউর দিনক্ষণ এরপর মিলিয়ে নেবেন প্রার্থীরা।
৫) প্রয়োজনে পিডিএফটি প্রিন্ট করে নিতে পারেন।

চাকরির খবরঃ রাজ্যের কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে সিএমএস পরীক্ষার ফলাফল ঘোষণা হয় গত ১৮ই অগাস্ট ২০২২ নাগাদ। আর এবার ইন্টারভিউর নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। প্রায় ১৮৯৪ জন প্রার্থী এই পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করবেন। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন প্রার্থীরা।

FB Join