UPSC CSE | সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউর সময়সূচি প্রকাশ করলো ইউপিএসসি! পড়ুন বিস্তারিত
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউর সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই পর্বে সিভিল সার্ভিস মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৯১৮ জন প্রার্থীর ইন্টারভিউ নেবে কমিশন। সেক্ষেত্রে প্রার্থীরা ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (https://upsc.gov.in) এ গিয়ে দিনক্ষণ দেখে আসতে পারবেন।
ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়াটি মোট দুটি পর্যায়ে আয়োজনের কথা। এর আগে জানুয়ারির মাঝামাঝি নাগাদ প্রথম পর্যায়ের ইন্টারভিউর অ্যাডমিট প্রকাশ করা হয়েছিল। সূত্রের খবর, প্রথম পর্যায়ে মোট ১০২৬ জন প্রার্থীর ইন্টারভিউ নেয় কমিশন। এবার বাকি ৯১৮ জন প্রার্থীর দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউর তারিখ প্রকাশ করা হয়েছে। সাথে সংশ্লিষ্ট প্রার্থীদের রোল নম্বর, পরীক্ষার দিন, ইন্টারভিউ সেশনের তালিকা প্রকাশ করেছে কমিশন। জানানো হয়েছে, আগামী ১৩ই মার্চ থেকে ২১শে এপ্রিল ওই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টারভিউ দুটি পর্বে নেওয়া হবে। সেক্ষেত্রে ইন্টারভিউর দিন অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সকালের পর্বে থাকা প্রার্থীদের সকাল ৯টার মধ্যে আর দুপুরের পর্বে থাকা প্রার্থীদের দুপুর ১টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইন্টারভিউর অ্যাডমিট কার্ড শীঘ্রই প্রকাশ করা হবে। এছাড়া বাকি প্রার্থীদের ইন্টারভিউর দিনক্ষণ এপ্রিলের শুরুতে জানানো হবে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার্থীরা অবশ্যই ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।