চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের ব্লক অফিসে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। নিম্নে আবেদন পদ্ধতি সম্পর্কে বিশদ আলোচনা করা হলো। West Bengal Block Office Recruitment 2022.

পদের নাম- গ্রাম রোজগার সহায়ক (GRS)।
শূন্যপদ- ২ টি।
বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮-৪০ মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ। গণিত এবং ফিজিক্স বিষয়ে অবশ্যই ৫৫ শতাংশ নাম্বার নিয়ে পাশ করতে হবে। সাথে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন যোগ্য।

[quads id=10]

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের প্রথমে নিম্নে দেওয়া ফরমটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে আবেদনপত্রটি রায়গঞ্জ ব্লকের ড্রপ বক্সে দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-
১) আবেদনকারী জন্ম প্রমান পত্র।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
৩) প্রার্থীর আধার কার্ড।
৪) প্রার্থীর পাসপোর্ট সাইজের কালার ছবি।

আবেদনের শেষ তারিখ- ০৮/০৩/২০২২
নির্বাচন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের গণিত এবং ফিজিক্স বিষয়ে ভালো মার্কস থাকতে হবে।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ