VSSC Recruitment: ভারতের অন্যতম প্রধান মহাকাশ গবেষণা সংস্থা বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) এবার দুটি ভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আপনিও যদি ভারতের অন্যতম প্রধান মহাকাশ গবেষণা সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, তাহলে Exam Bangla‘র আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। আজকের এই প্রতিবেদনে আপনি নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন।
নিয়োগকারী সংস্থা- VIKRAM SARABHAI SPACE CENTRE (VSSC)
১. লাইট ভেহিকল ড্রাইভার-এ:
- মোট শূন্যপদ- ২৭ টি
- বেতনক্রম- ১৯,৯০০- ৬৩,২০০ টাকা /-
- শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী কে ন্যূনতম এসএসএলসি/ এসএসসি/ মাধ্যমিক পাশ হতে হবে। লাইট ভেহিকল বা হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে।
- অভিজ্ঞতা- লাইট ভেহিকল বা হালকা যানবাহন চালক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা। এছাড়াও, কেরালা রাজ্যের মোটরযান আইনের অন্য যেকোনো প্রয়োজনীয়তা প্রার্থীর পদগুলিতে যোগদানের ৩ মাসের মধ্যে পূরণ করতে হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
২. কুক:
- মোট শূন্যপদ- ০২ টি
- বেতনক্রম- ১৯,৯০০- ৬৩,২০০ টাকা /-
- শিক্ষাগত যোগ্যতা- এসএসএলসি/ এসএসসি পাশ।
- অভিজ্ঞতা- একটি সুপ্রতিষ্ঠিত হোটেল/ ক্যান্টিনে রাঁধুনি হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা।
চাকরির খবরঃ ২৩০৮ শূন্য পদে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলো
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্য- আবেদনকারীরা ২৪.০৯.২০২৫ থেকে ০৮.১০.২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, বয়সসীমা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ তারিখ ১৫.০৪.২০২৫ এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের তারিখ ০৮.১০.২০২৫।
এই বিজ্ঞপ্তি সম্পর্কিত পরবর্তী সমস্ত আপডেট কেবল VIKRAM SARABHAI SPACE CENTRE (VSSC) ওয়েবসাইট https://www.vssc.gov.in-এ প্রকাশিত হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.