এক নজরে
WB 3rd Semester Notice: ধীরে ধীরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসছে। এই বছর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম বারের মতো সেমিস্টার পদ্ধতির আওতায় উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। প্রথম ধাপ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এই বছরের সেপ্টেম্বর মাসে হতে চলেছে। এই পরীক্ষা নিয়ে বিভিন্ন ছাত্র ছাত্রের একাধিক প্রশ্ন রয়েছে। তবে সেই সমস্ত প্রশ্ন এবং সমস্যা নিবারণের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফেও যথেষ্ট তৎপরতার সঙ্গে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। এই পরীক্ষায় তাতে কোনরকম সমস্যার সম্মুখীন ছাত্র-ছাত্রীদের না হতে হয়, তার জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
WB 3rd Semester Notice
এবারে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ছাত্র-ছাত্রীদের একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি (WB 3rd Semester Notice) প্রকাশ করা হয়েছে। যেখানে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে সংসদ। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসন, জেলা স্কুল পরিদর্শক এবং জেলাশাসকদের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন সংসদের কর্তৃপক্ষ। সেই বৈঠকগুলি থেকেই নিম্নলিখিত সিদ্ধান্তে পৌঁছেছে সংসদ-
WB 3rd Semester প্রধান কেন্দ্র নির্বাচন
যেহেতু সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্যে ভরা বর্ষার মধ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার আয়োজিত হতে চলেছে, তাই আবশ্যিকভাবেই পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্নপত্র গচ্ছিত রাখার বিষয়টি একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে প্রধান পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্নপত্র রাখার জায়গা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সংসদ। এক্ষেত্রে জায়গায় বন্যার পূর্ব কোনো ইতিহাস নেই, এমন জায়গা কি প্রধান পরীক্ষা কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হবে।
JM Sethia Merit Scholarship- Apply Now
বন্যার পরিস্থিতি হলে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন
আপদকালীন অবস্থায় অর্থাৎ কোন এলাকায় হঠাৎ করে বন্যা বা অতিবৃষ্টি হলে শেষ মুহূর্তে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হতে পারে। এক্ষেত্রে সংসদের অনুমতি নিয়েই এই কাজ করা হবে।
পরীক্ষার্থীদের বাড়ির কাছাকাছি পরীক্ষার কেন্দ্র
বর্ষার মধ্যে যেহেতু পরীক্ষার আয়োজন করা হচ্ছে তাই প্রত্যেকটি ছাত্রছাত্রী নিজেদের বিদ্যালয়ে পরীক্ষা না দিলেও তাদের পরীক্ষা কেন্দ্র যাতে বাড়ি থেকে খুব একটা দূরে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করবে সংসদ। এক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
PM Scholarship Scheme 2025- Apply Now
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ তৃতীয় সেমিস্টার (WB 3rd Semester)। পরীক্ষার তারিখ গুলিতে সকাল ১০ টা থেকে বেলা ১১ঃ১৫ পর্যন্ত চলবে এই পরীক্ষা। বর্ষার আবহে যাতে দূরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের কোন সমস্যা না হয়, তার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রের পরীক্ষা কেন্দ্র হবে তাদের বাড়ির কাছাকাছি। এছাড়াও পরীক্ষার পরে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পরীক্ষার নম্বর এবং ফলাফল দেখার সুযোগও মিলবে বলে জানানো হয়েছে।