এক নজরে
School Holidays 2025: ফের রাজ্যে স্কুল ছুটির ঘোষণা! একটানা ১৫ দিন রাজ্যের বিদ্যালয় গুলি বন্ধ রাখার ঘোষণা করা হল। যদিও এর মধ্যে রবিবারগুলিতে এমনিতেই সমস্ত বিদ্যালয়ের ছুটি থাকে। এই সপ্তাহেই রয়েছে চার দিন ছুটি। রবিবার ছাড়া আরও তিন দিন অতিরিক্ত ছুটি পাবে রাজ্যের ছাত্রছাত্রীরা। উপলক্ষ- জন্মাষ্টমী, স্বাধীনতা দিবস এবং রবিবার। সব মিলিয়ে ছাত্রছাত্রীদের বেশ অনেকটাই ক্লান্তি লাঘব হতে চলেছে এই সপ্তাহে।
School Holidays 2025
চলতি সপ্তাহে আবারো স্কুল ছুটির ঘোষণা হল। এবারে একটানা চার দিন ছুটি (School Holidays) থাকবে রাজ্যের সমস্ত বিদ্যালয় গুলি। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে একটানা লম্বা ছুটি পেতে চলেছে রাজ্যের ছাত্র-ছাত্রীরা। শুধু বিদ্যালয়ই নয়, বরং সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই কদিন বন্ধ থাকবে অফিস এবং সরকারি বা বেসরকারি ব্যাংক গুলি। আগস্টের দ্বিতীয় সপ্তাহের পাশাপাশি গোটা আগস্ট মাস জুড়েই রয়েছে বিভিন্ন ছুটির দিন। স্বাধীনতা দিবস, রাখি উৎসব, জন্মাষ্টমী থেকে শুরু করে একাধিক উৎসবে বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয় গুলি। সব মিলিয়ে এই মাসে মোট ১৫ দিনের ছুটি (School Holidays) রয়েছে।
আরও পড়ুনঃ স্নাতকোত্তরে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা উচ্চ শিক্ষা সংসদের!
কোন কোন দিন বিদ্যালয়ের বন্ধ থাকবে?
আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শেষেই একটানা চারদিন ছুটির ঘোষণা করা হলো। এরমধ্যে- ১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ থাকবে বিদ্যালয়ের পঠন পাঠন। অনেক বিদ্যালয়েই স্বাধীনতা দিবসের আয়তনের জন্য ১৪ই আগস্ট থেকেই বন্ধ রাখা হচ্ছে বিদ্যালয়ের পড়াশোনা। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের ছুটি শুরু হচ্ছে ১৪ই আগস্ট বৃহস্পতিবার থেকে। ১৪ ই আগস্ট চেহলুম এর কারণেও ছুটি রয়েছে। তবে এই ছুটি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নয়। এরপরের দিন অর্থাৎ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বেশিরভাগ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হলেও বন্ধ থাকবে পঠন পাঠন। এর পরের দিন অর্থাৎ ১৬ ই আগস্ট জন্মাষ্টমী, ১৭ ই আগস্ট রবিবার। অর্থাৎ একটানা চার দিনের ছুটি রয়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য।
আরও পড়ুনঃ পরীক্ষার সময় খোলা থাকবে পাঠ্যপুস্তক!
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আগস্ট মাসের অন্যান্য School Holidays
এই বছর উৎসবের মাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট থেকেই। ইতিমধ্যেই রাখি বন্ধন উৎসব চলে গিয়েছে। আসতে চলেছে স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী। এর পরের সপ্তাহে ২৩ এবং ২৪ তারিখ শনি এবং রবিবার উপলক্ষে বেশিরভাগ বিদ্যালয় বন্ধ থাকবে। মাসের চতুর্থ সপ্তাহে ২৭ শে আগস্ট রয়েছে গণেশ চতুর্থী। এই উপলক্ষে সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি ওই সপ্তাহেই ৩০ এবং ৩১ তারিখ শনিবার এবং রবিবার বন্ধ রাখা হবে বিদ্যালয়গুলি (School Holidays)।
এক কথায় বলতে গেলে যেখানে জুন মাসের গ্রীষ্মকালীন ছুটির পরে কোন কোন ছুটি (School Holidays) উপভোগ করতে পারেননি ছাত্রছাত্রীরা, সেখানে আগস্ট মাসে প্রায় অর্ধেক দিন অর্থাৎ ১৫ দিনের ছুটি রয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে ঘুরে বেড়ানো কিংবা বাড়িতে থেকে আগামী পরীক্ষার প্রস্তুতি সমস্ত কিছুই নিতে পারেন ছাত্র-ছাত্রীরা।