এক নজরে
WB Digital Classroom: বাড়িতে বসেই মিলবে স্কুলের শিক্ষা! ছাত্রদের একাধিক সমস্যার সমাধানের জন্য বরাবরই তৎপর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর এবারে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে ডিজিটাল ক্লাসরুম খুলে দেওয়া হলো সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য। এর মাধ্যমে বিদ্যালয়ে যেতে না পারলে অথবা কোন কারনে কোন ক্লাস মিস হয়ে গেলে ঘরে বসেই সেই ক্লাস দেখে নিতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এমনকি প্রয়োজনে নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তরও পাবেন অনলাইন প্লাটফর্মে। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক তপন সিংহের নামে এই উদ্দেশ্যে নতুন অডিও ভিসুয়াল স্টুডিও উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
WB Digital Classroom
কোন কারণবশত বিদ্যালয়ে যাওয়া হয়নি, কিংবা ক্লাস চলাকালীন বিষয়টি বোঝা সম্ভব হয়নি। এমন সমস্যা একাধিকবার ছাত্র-ছাত্রীদের সম্মুখে এসেছে। এবারে এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে নতুন প্রযুক্তিগত পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে বিদ্যালয়ের পঠন পাঠন এবং নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর অনলাইনে (WB Digital Classroom) ঘরে বসেই পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা। এমন কি বাড়িতে পড়তে বসার সময় যে সমস্ত খটকা মনে আসে, সেই সমস্ত খটকার অবসান ঘটবে এবারে।
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের একাধিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে স্কুল শিক্ষা দপ্তরের বাংলা শিক্ষার ক্লাস রুমের আদলে (WB Digital Classroom) তৈরি করা হলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন টিউটোরিয়াল ক্লাস। রাজ্যের ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্তরের যে কোন বিষয়ের বিভিন্ন অসুবিধা শিক্ষা সংসদের এই ইউটিউব চ্যানেলে গেলেই বিভিন্ন শিক্ষকের মতামত আকারে ভিডিও দেখতে পাবেন। সমাধান হবে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ডাউট।
আরও পড়ুনঃ স্কুল থেকে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের অ্যাডমিট কার্ড!
WB Digital Classroom Studio
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একটি অর্থ স্টুডিও বানিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই স্টুডিওতে বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা আসবেন এবং তাদের আয়ত্তাধীন বিষয়ের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এর ভিডিও রেকর্ডিং করা হবে এবং পরে তা এডিট করে শিক্ষা সংসদের youtube চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। এর ফলে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই ইউটিউবের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ পরীক্ষার সময় খোলা থাকবে পাঠ্যপুস্তক!
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
একটি ছোট শ্রেণিকক্ষের আদলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নির্মাণ করা হয়েছে এই স্টুডিও। ডিজিটাল ব্ল্যাকবোর্ডের পাশাপাশি আধুনিক ক্লাসের সব রকম সরঞ্জাম থাকবে এই স্টুডিওতে। শিক্ষা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে উদ্বোধন হয়েছে স্টুডিওটির।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই উদ্দেশ্যে বলেন, ‘‘শিক্ষা সংসদের ভিতরে আমরা একটি স্টুডিয়ো করেছি যা প্রখ্যাত চিত্র পরিচালক তপন সিংহের নামাঙ্কিত। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য এখানে ভিডিয়ো টিউটোরিয়াল রেকর্ড করা হবে। এর জন্য বিষয়ভিত্তিক শিক্ষকেরা এখানে আসবেন। ছাত্র-ছাত্রীরা ক্লাস মিস করলেও মোবাইল বা ট্যাব এর মাধ্যমে সংশ্লিষ্ট ক্লাসের ওই বিষয়ের সম্বন্ধে সহজেই জানতে পারবে।’’