রাজ্যের ডিএলএড প্রশ্নপত্র সুরক্ষা নিয়ে বিশেষ সতর্কতা জারি পর্ষদের! আজ অর্থাৎ ১২/০৮/২০২৫ থেকেই শুরু হচ্ছে ডিএলএড পার্ট ২ পরীক্ষা। পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত সুরক্ষার পাশাপাশি যথেষ্ট কড়া পদক্ষেপের মাধ্যমে নজরদারি চালাচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিশেষত পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষার দিকে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোনভাবেই যাতে প্রশ্নপত্র লিক না হয়, তার জন্য বিশেষ কয়েকটি নির্দেশাবলী জারি করে দেওয়া হয়েছে। ডিএলএড পরীক্ষার্থীরা এখনো এই বিষয়ে না জেনে থাকলে, অবশ্যই পরীক্ষার আগে বিশদে নিজেদের কর্তব্য গুলি বুঝে নিন।
প্রশ্নপত্রের সুরক্ষার জন্য পর্ষদের নির্দেশ
এবার থেকে ডিএলএড পরীক্ষার জন্য প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্রের পৃথক পৃথক বক্স সরবরাহ করা হবে। অর্থাৎ একটি ট্রাঙ্কে সব পরীক্ষার প্রশ্নপত্র রাখা হবে না। এবার থেকে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সিল খুলতে হবে। অর্থাৎ চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের প্রশ্নের সিল নিজেদেরকেই খুলতে হবে। প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড, যার ফলে যে প্রশ্নপত্র ছবি তুলে ভাইরাল করা হবে তার যাবতীয় তথ্য জানতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক্ষেত্রে কোন জায়গা থেকে ছবি তোলা হয়েছে, কোন সেন্টার থেকে লিক করা হচ্ছে সব তথ্যই জানতে পারবে পর্ষদ।
চাকরির খবরঃ ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ
প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রে উল্লেখিত প্রশ্নের গোপনীয়তা বজায় রাখার জন্য প্রথম এবং শেষ পাতায় থাকবেনা কোন প্রশ্ন। অনেক সময়ই পরীক্ষার্থীরা প্রথম এবং শেষ পাতার প্রশ্নের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছেন, এই ধরনের সমস্যা প্রতিরোধের জন্যই শুধুমাত্র মাঝের পাতাতেই থাকবে পরীক্ষার সমস্ত প্রশ্ন। পরীক্ষার্থীদের তরফ থেকে যাতে কোনরকম টুকলি না হয়, এর জন্য মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা, বায়োমেট্রিক্স স্ক্যান করে পরীক্ষায় ঢুকতে দেওয়ার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ।
চাকরির খবরঃ ভারতীয় এয়ারপোর্টে ৯৭৬ শূন্য পদে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
এই বছর ডিএলএড পার্ট ২ এর পরীক্ষা আজ থেকে শুরু হতে চলেছে। গোটা রাজ্য জুড়ে প্রায় ৩৫ হাজারেরও বেশি চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানা গিয়েছে। অপরদিকে এর পার্ট ১ পরীক্ষা শুরু হতে চলেছে এই সপ্তাহ থেকেই। ডিএলএড পার্ট ১ এর ক্ষেত্রে প্রায় ৪২ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছেন। তবে এই বছরে পরীক্ষার প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে পর্ষদের তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই আজ থেকে শুরু হওয়া ডিএলএড পার্ট ২ এর পরীক্ষা যথেষ্ট পরিমাণে নির্বিঘ্নে হওয়ার সম্ভাবনা রয়েছে।