চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB GDS Recruitment 2026: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন

সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য নতুন বছরে আরও একটি সুখবর। ভারতীয় ডাক বিভাগ India Post GDS Recruitment 2026 নোটিফিকেশন প্রকাশ করেছে সম্প্রতি। মোট ৩০ হাজার শূন্যপদে হবে নিয়োগ সারা দেশে। পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি ৯০০ টিরও বেশি। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। নিয়োগ হবে নিজ এলাকায়।

WB GDS Recruitment 2026

যেসব পোস্টে নিয়োগ করা হবে-

  1. ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM)
  2. অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM)

এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় ৯০০+ ভ্যাক্যান্সি বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদের বিন্যাস নীচে দেওয়া হল-

Category Vacancy
UR 420
OBC 194
SC 191
ST 53
EWS 52
PwD 17

 

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

সংশ্লিষ্ট পোস্টে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে (এস সি ও এস টি দের জন্য ৫ বছর, ওবিসিদের জন্য ৩ বছর এবং পি ডব্লিউ ডি দের জন্য বয়সে ১০ বছর ছাড় আছে)। প্রার্থীদের অবশ্যই স্থানীয় ভাষা (বাংলা) জানা বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা

BPM হিসেবে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত রেঞ্জ থাকতে পারে। সাধারণ GDS/ ABPM হিসেবে মাসিক বেতন 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত হতে পারে।

আবেদন প্রক্রিয়া

১) আবেদন করতে হলে প্রার্থীদের Official website — indiapostgdsonline.gov.in এ যেতে হবে।
২) নিজস্ব রাজ্য অথবা সার্কেল নির্বাচন করতে হবে।
৩) REGISTER বাটনে ক্লিক করে নিজের নাম, ফোন নম্বর, ইমেইল ডেট অব বার্থ একটা ইত্যাদি দিলে ফোনে ওটিপি যাবে।
৪) এরপর ওটিপি ভেরিফাই হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।
৫) APPLY NOW বাটন এ ক্লিক করে এপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
৬) Next করে ডকুমেন্টস আপলোড করতে হবে।
৭) আবার Next করে এপ্লিকেশন ফি (সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য বিনামূল্যে) সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার
  2. মধ্যমিকের মার্কশীট
  3. বৈধ সচিত্র পরিচয় পত্র (আধার, ভোটার, প্যান ইত্যাদি)
  4. কাস্ট সার্টিফিকেট/প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
  5. মেডিকেল সার্টিফিকেট
  6. বার্থ সার্টিফিকেট

নির্বাচন প্রক্রিয়া

ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য দুটি ধাপে প্রার্থীদের পরীক্ষা করবে।
১) প্রথমে মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে সরাসরি তৈরি হবে মেধা তালিকা।
২) মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। দুটি ধাপ মিলিয়ে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে ডাক বিভাগ।

গুরুত্বপূর্ণ তারিখ

  • নোটিফিকেশন প্রকাশ: এখনো প্রকাশ হয়নি, সম্ভবত জানুয়ারির শেষে আসতে পারে।
  • আবেদন শুরু: জানুয়ারি 2026
  • আবেদন শেষ: ফেব্রুয়ারি 2026
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ