WB GDS Result 2023 | গ্রামীণ ডাক সেবক পদের রেজাল্ট প্রকাশিত হলো
Indian Post GDS: ভারতীয় ডাক বিভাগের জিডিএস পদের ফলাফল প্রকাশিত! কিভাবে রেজাল্ট দেখবেন, জেনে নিন
প্রকাশিত হল ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক (GDS) পদের ফলাফল। এবার ইন্ডিয়ান পোস্টের ‘গ্রামীন ডাক সেবক’ নিয়োগের শূন্যপদের সংখ্যা ছিল ৩০,০৪১ টি। সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগ দেওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তবে, কারা এই পদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন তা জানতে (indiapostgdsonline.gov.in)-এ যেতে হবে প্রার্থীদের।
Check WB GDS RESULT 2023
ফলাফল দেখবেন কিভাবে?
- গ্রামীণ ডাক সেবক পদের ফলাফল দেখার জন্য প্রথমে (indiapostgdsonline.gov.in)-এ যেতে হবে।
- এরপর ‘Candidates Corner’-এর নীচে থাকা ‘GDS 2023 Schedule-II Shortlisted candidates’ অপশনে গিয়ে ‘West Bengal’ বেছে নিতে হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা এখান থেকেই নিজেদের ফলাফল দেখতে পাবেন।
- এরপর স্ক্রিনে একটি পিডিএফ ওপেন হবে। সেখান থেকেই দেখতে পাবেন ফলাফল।
আরও পড়ুনঃ নতুন করে চাকরি হারাবেন রাজ্যের ১০ হাজার প্রাথমিক শিক্ষক
প্রসঙ্গত, ভারতীয় ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে ডিভিশনাল হেডের কাছে গিয়ে নিজেদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তা জানতে পারবেন তা জানতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত পিডিএফ থেকে। প্রতিটি কপি সেলফ অ্যাটেস্টেড হবে। সঙ্গে অরিজিনাল কপি ও নথির দুকপির ফটোকপি নিয়ে যেতে হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে নজর রাখবেন।
WB GDS Result 2023 List Download: Click Here