শিক্ষাখাতে উন্নতির জন্য ২৪২ কোটির অর্থপ্রাপ্তি রাজ্যের! রাজ্য পেল মোটা অঙ্কের টাকা

শিক্ষাখাতে উন্নতির জন্য ২৪২ কোটির অর্থপ্রাপ্তি

শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তদন্ত চলছে রাজ্যে। ঘটনার প্রভাব পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাতেও। তবে এরই মধ্যে শিক্ষাখাতে উন্নয়নের জন্য কেন্দ্রের তরফে অনুদান পেল রাজ্য। জানা যাচ্ছে, একটা বিরাট অঙ্কের অর্থের অনুদান পাঠানো হয়েছে রাজ্য সরকারকে।

সম্প্রতি কেন্দ্রের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে। যেখানে রাজ্যের শিক্ষাখাতে ২৪২ কোটি বরাদ্দের কথা জানানো হয়েছে। আগেই রাজ্যের স্কুলগুলির পরিকাঠামোগত উন্নতির জন্য বরাদ্দ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকার। এরপর বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করে কেন্দ্র। আলোচনা হয় রাজ্যের সাথেও। এরপরই কেন্দ্রের তরফে টাকা পাঠানো হলো রাজ্যকে।

আরও পড়ুনঃ
উচ্চ মাধ্যমিক পাশে হোস্টেলে কেয়ার টেকার নিয়োগ
রাজ্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ চলছে

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রের এই চিঠিতে স্কুল শিক্ষায় উন্নতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রাজ্যকে প্রায় ২৪২ কোটির অর্থের অনুদান পাঠিয়েছে। রাজ্যের প্রায় ২০০০ টি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ হয়েছে এই অনুদান। প্রাপ্য এই অর্থ প্রধানত ১৯৪৫ সালের আগে তৈরি হওয়া স্কুলগুলির পরিকাঠামোর উন্নতিকরণে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। যেখানে ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র আর বাকি ৪০ শতাংশ টাকা দিতে হবে রাজ্যকে।

প্রসঙ্গত, একদিকে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে জর্জরিত রাজ্য তেমনই অন্যদিকে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। কেন্দ্রের তরফে একশো দিনের গ্রামীণ কর্মসূচি কিংবা আবাস যোজনার টাকা না আসার অভিযোগে সরব হয়েছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এহেন বাতাবরণে কেন্দ্রের তরফে বরাদ্দ অর্থ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা ধারণা করাই যায়।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

FB Join