চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

চালু হল নতুন সরকারি প্রকল্প ‘যোগ্যশ্রী’! প্রতিমাসে ১০ হাজার টাকা পাবেন পড়ুয়ারা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই পড়ুয়াদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার ধনধান্য স্টেডিয়ামে নতুন এই প্রকল্পের সূচনা করা হয়েছে। ‘যোগ্যশ্রী’ প্রকল্প আসলে একটি প্রশিক্ষণ ব্যবস্থা। পাশাপাশি, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ছাত্রাবস্থা থেকেই যাতে কর্মঠ হয়ে ওঠেন পড়ুয়ারা তার জন্য কলেজ পড়ুয়াদের স্টাইপেন্ড -সহ এক বছরের ইন্টার্নশিপ করানো হবে।

‘যোগ্যশ্রী’ প্রকল্প (Yogyashree Scheme)

পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হওয়া নতুন প্রকল্প হল ‘যোগ্যশ্রী প্রকল্প’। রাজ্যের অনগ্রসর তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদের জন্য এই প্রকল্প চালু হয়েছে। প্রকল্পের আওতাভুক্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে JEE, NEET ও
WBJEE পরীক্ষার প্রশিক্ষণ পাবেন। সোমবার রাজ্য সরকার এই প্রকল্প চালুর ঘোষণা করায় স্বাভাবিকভাবেই খুশির আবহ পড়ুয়া মহলে।

আরও পড়ুনঃ রাজ্যের চাকরিপ্রার্থীদের নিয়োগ এক সপ্তাহেই

[quads id=10]

‘যোগ্যশ্রী’ প্রকল্পে কী সুবিধা মিলবে?

সাধারণত দেখা যায়, রাজ্যের বহু মেধাবী পড়ুয়াই অর্থের অভাবে JEE, NEET, WBJEE পরীক্ষার প্রশিক্ষণ নিতে পারেন না। ফলে তাঁদের স্বপ্ন অধরা থেকে যায়। আর সে কারণেই প্রকল্পের কথা চিন্তা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, চাকরির পরীক্ষার প্রশিক্ষণের জন্য জেলায় দুটি করে মোট ৪৬ টি সেন্টার তৈরি করা হচ্ছে। চলতি বছর থেকেই আদিবাসী ও তফশিলি পড়ুয়ারা ‘যোগ্যশ্রী’ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন চাকরির প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য প্রশিক্ষণ পাবেন। ছয় মাসের এই কোর্সে মোট তিনদিন করে সাপ্তাহিক ক্লাসের সুবিধা থাকবে। সরকার তরফে জানানো হয়েছে, এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি থেকে। স্কিমে আবেদন সম্পর্কিত তথ্য জানানো হবে শীঘ্রই।

চালু হল নতুন সরকারি প্রকল্প 'যোগ্যশ্রী'

[quads id=10]

স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম (Student Internship Scheme)

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য রাজ্য সরকার অপর একটি নতুন স্কিম হলো ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম’। এই স্কিমের আওতায় ছেলেমেয়েরা পড়াশুনোর পাশাপাশি কর্মক্ষেত্রের প্রশিক্ষণ নিতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই ছোটবেলা থেকেই ছেলে মেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক।” এই স্কিমের আওতায় কলেজ, বিশ্ববিদ্যালয় -এর পড়ুয়ারা ছাত্রাবস্থা থেকে ইন্টার্নশিপে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেক পড়ুয়া সার্টিফিকেট পাবেন। সরকার তরফে ঘোষণা, এক বছরের মধ্যে আড়াই হাজার পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। এক বছরের এই ইন্টার্নশিপে প্রতিমাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড মিলবে। এছাড়া, ভালো কাজ করতে তথা যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের চাকরি রিনিউ করবে রাজ্য সরকার। সোমবার ঘোষিত হওয়া এই দুই প্রকল্প সাড়া ফেলেছে রাজ্য জুড়ে। প্রকল্পে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চালু হল নতুন সরকারি প্রকল্প 'যোগ্যশ্রী'

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ