চাকরির খবর

WB Gram Panchayat Recruitment: গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হবে জুন মাসে

Advertisement

পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কিছু মাস আগে। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দপ্তরের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট পোটাল চালু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী মোট ৬৬৫২টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের বহু চাকরিপ্রার্থী নির্দিষ্ট পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন। জেলাভিত্তিক শূন্যপদ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে এই সমস্ত পদের জন্য আবেদন গ্রহণ করা হবে।

পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রচলিত একটি সাপ্তাহিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী আগামী জুন মাস থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখনো নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করেননি তারা ইতি খুব শীঘ্রই নির্দিষ্ট পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে রাখুন। রেজিস্ট্রেশন করার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে হবে। চাকরিপ্রার্থীরা যে জেলায় বসবাস করেন সেই জেলা থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পর নির্দিষ্ট শূন্যপদগুলির জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে www.wbprms.in পোর্টালে ভিজিট করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন।

জেলা ভিত্তিক শূন্যপদের বিবরণ
জেলার নামগ্রাম পঞ্চায়েতপঞ্চায়েত সমিতিজেলা পরিষদ
আলিপুরদুয়ার৯৬ টি১৭ টি৮ টি
বাঁকুড়া৫৪১ টি৩৬ টি৩০ টি
বীরভূম১২৯ টি১ টি১৩ টি
কোচবিহার১৫১ টি১৪ টি২৯ টি
দক্ষিণ দিনাজপুর১৫১ টি২২ টি৯ টি
দার্জিলিং৩৩১ টি৩৫ টি
হুগলি৫৩৯ টি৩২ টি৩০ টি
হাওড়া৩৭৯ টি৩৩ টি২৫ টি
জলপাইগুড়ি১০৪ টি১১ টি৩১ টি
ঝাড়গ্রাম২০০ টি২১ টি১ টি
কালিম্পঙ১৫১ টি১৮ টি
মালদা১০৩ টি৮ টি২৫ টি
মুর্শিদাবাদ১৩৩ টি৫ টি৩৫ টি
নদীয়া১০২ টি২৩ টি১৬ টি
উত্তর ২৪ পরগনা৪৮৬ টি৪৫ টি৩৫ টি
পশ্চিম বর্ধমান৯৭ টি১৯ টি১ টি
পশ্চিম মেদিনীপুর৪৮৫ টি৬১ টি১৪ টি
পূর্ব বর্ধমান২৩৮ টি১১ টি৫০ টি
পূর্ব মেদিনীপুর২৩৮ টি৭২ টি১১ টি
পুরুলিয়া৩১১ টি৫৪ টি৩৩ টি
দক্ষিণ ২৪ পরগনা৪৮৪ টি১৫ টি১৭ টি
উত্তর দিনাজপুর৬০ টি১১ টি২৫ টি

গ্রাম পঞ্চায়েত নিয়োগের ফ্রী মক টেস্ট দিতে আমাদের WhatsApp গ্ৰুপে জয়েন করুন 👇👇

গ্রাম পঞ্চায়েত কর্মী

 

⬇️ শ্রীঘ্রই প্রকাশিত হবে ⬇️

গ্রাম পঞ্চায়েত কর্মী

উল্লেখ্য ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির বিস্তারিত বিবরণ ইতি মধ্যেই প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরবর্তী যে কোনো আপডেট সবার প্রথম পাওয়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটে নজর রাখবেন চাকরিপ্রার্থীরা।

গ্রাম পঞ্চায়েত কর্মী

Related Articles