WB Gram Panchayat Recruitment: গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের আবেদন শুরু হবে জুন মাসে
পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কিছু মাস আগে। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দপ্তরের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট পোটাল চালু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী মোট ৬৬৫২টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের বহু চাকরিপ্রার্থী নির্দিষ্ট পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন। জেলাভিত্তিক শূন্যপদ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে এই সমস্ত পদের জন্য আবেদন গ্রহণ করা হবে।
পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রচলিত একটি সাপ্তাহিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী আগামী জুন মাস থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখনো নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করেননি তারা ইতি খুব শীঘ্রই নির্দিষ্ট পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে রাখুন। রেজিস্ট্রেশন করার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে হবে। চাকরিপ্রার্থীরা যে জেলায় বসবাস করেন সেই জেলা থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পর নির্দিষ্ট শূন্যপদগুলির জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে www.wbprms.in পোর্টালে ভিজিট করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন।
জেলা ভিত্তিক শূন্যপদের বিবরণ | |||
জেলার নাম | গ্রাম পঞ্চায়েত | পঞ্চায়েত সমিতি | জেলা পরিষদ |
আলিপুরদুয়ার | ৯৬ টি | ১৭ টি | ৮ টি |
বাঁকুড়া | ৫৪১ টি | ৩৬ টি | ৩০ টি |
বীরভূম | ১২৯ টি | ১ টি | ১৩ টি |
কোচবিহার | ১৫১ টি | ১৪ টি | ২৯ টি |
দক্ষিণ দিনাজপুর | ১৫১ টি | ২২ টি | ৯ টি |
দার্জিলিং | ৩৩১ টি | ৩৫ টি | |
হুগলি | ৫৩৯ টি | ৩২ টি | ৩০ টি |
হাওড়া | ৩৭৯ টি | ৩৩ টি | ২৫ টি |
জলপাইগুড়ি | ১০৪ টি | ১১ টি | ৩১ টি |
ঝাড়গ্রাম | ২০০ টি | ২১ টি | ১ টি |
কালিম্পঙ | ১৫১ টি | ১৮ টি | |
মালদা | ১০৩ টি | ৮ টি | ২৫ টি |
মুর্শিদাবাদ | ১৩৩ টি | ৫ টি | ৩৫ টি |
নদীয়া | ১০২ টি | ২৩ টি | ১৬ টি |
উত্তর ২৪ পরগনা | ৪৮৬ টি | ৪৫ টি | ৩৫ টি |
পশ্চিম বর্ধমান | ৯৭ টি | ১৯ টি | ১ টি |
পশ্চিম মেদিনীপুর | ৪৮৫ টি | ৬১ টি | ১৪ টি |
পূর্ব বর্ধমান | ২৩৮ টি | ১১ টি | ৫০ টি |
পূর্ব মেদিনীপুর | ২৩৮ টি | ৭২ টি | ১১ টি |
পুরুলিয়া | ৩১১ টি | ৫৪ টি | ৩৩ টি |
দক্ষিণ ২৪ পরগনা | ৪৮৪ টি | ১৫ টি | ১৭ টি |
উত্তর দিনাজপুর | ৬০ টি | ১১ টি | ২৫ টি |
গ্রাম পঞ্চায়েত নিয়োগের ফ্রী মক টেস্ট দিতে আমাদের WhatsApp গ্ৰুপে জয়েন করুন 👇👇
⬇️ শ্রীঘ্রই প্রকাশিত হবে ⬇️
উল্লেখ্য ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির বিস্তারিত বিবরণ ইতি মধ্যেই প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরবর্তী যে কোনো আপডেট সবার প্রথম পাওয়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটে নজর রাখবেন চাকরিপ্রার্থীরা।