WB Gram Panchayat Syllabus 2024 | গ্রাম পঞ্চায়েত সিলেবাস ২০২৪, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ বিস্তারিত

রাজ্যের গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদের জন্য পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি এবং আবেদনের যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য জানিয়ে দিল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে।

Published By: Exam Bangla | Published On:

WB Gram Panchayat Syllabus 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্ৰুপ- ডি সহ আরও অন্যান্য শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে আয়োজিত লিখিত পরীক্ষার সিলেবাস WB Gram Panchayat Syllabus 2024 প্রকাশ করল ঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আজকের প্রতিবেদনে এই নিয়োগ পরীক্ষার সমস্ত তথ্য শেয়ার করা হল।

WB Gram Panchayat Syllabus 2024

বিভিন্ন স্তরের পদ অনুযায়ী অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীরা নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। শূন্যপদ অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার শিক্ষগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Gram Panchayat Karmee Syllabus 2024 (গ্রাম পঞ্চায়েত কর্মী সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইংরেজি – ১০ নম্বর
● বাংলা – ১৩ নম্বর
● গণিত – ১০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।

Gram Panchayat Karmee Syllabus 2024: Download Now

Nirman Sahayak Syllabus 2024 (নির্মাণ সহায়ক সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইঞ্জিনিয়ারিং (সিভিল) – ৬৫ নম্বর
● ইংরেজি – ১৩ নম্বর
● সাধারণ জ্ঞান – ৭ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।

Nirman Sahayak Syllabus 2024: Download Now

গ্রাম পঞ্চায়েত নিয়োগের ফ্রী মকটেস্টে অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান 👇👇

WB Gram Panchayat Syllabus 2024

Gram Sahayak Syllabus 2024 (গ্রাম সহায়ক সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।

Gram Sahayak Syllabus 2024: Download Now

Secretary Syllabus 2024 (গ্রাম সচিব সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। একই সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

Secretary Syllabus 2024: Download Now

Executive Assistant Syllabus 2024 (নির্বাহী সহকারী সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। একই সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সাইন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক এবং গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।

Executive Assistant Syllabus 2024: Download Now

Accounts Clerk Syllabus 2024 (অ্যাকাউন্টস ক্লার্ক সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ২০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

Accounts Clerk Syllabus 2024: Download Now

Additional Accountant Syllabus 2024 (অতিরিক্ত হিসাবরক্ষক সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● অ্যাকাউন্টেন্সি – ৩০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১৫ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২৪,৭০০/- টাকা থেকে ৬৩,৯০০/- টাকা পর্যন্ত।

Additional Accountant Syllabus 2024: Download Now

Assistant Cashier Syllabus 2024 (সহকারী ক্যাশিয়ার সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ২০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

Assistant Cashier Syllabus 2024: Download Now

Data Entry Operator Syllabus 2024 (ডাটা এন্ট্রি অপারেটর সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ সহ ইংরেজি এবং বাংলা ভাষায় টাইপিংয়ের দক্ষতা থাকা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

● ইংরেজি – ২০ নম্বর
● বাংলা – ২০ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ২০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

মাসিক বেতন— ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত।

Data Entry Operator Syllabus 2024: Download Now

Group D Syllabus 2024 (ডাটা এন্ট্রি অপারেটর সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

● ইংরেজি – ১০ নম্বর
● বাংলা – ১৩ নম্বর
● গণিত – ১০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ৭ নম্বর

মাসিক বেতন— ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।

Group D Syllabus 2024: Download Now

Panchayat Samiti Peon Syllabus 2024 (পঞ্চায়েত সমিতির পিয়ন সিলেবাস ২০২৪)

শিক্ষগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। পাহাড়ের জেলাগুলির জন্য নেপালি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে।

● ইংরেজি – ১০ নম্বর
● বাংলা – ১৩ নম্বর
● গণিত – ১০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ৭ নম্বর

মাসিক বেতন— ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত।

Panchayat Samiti Peon Syllabus 2024: Download Now

☑ অন্যান্য পদগুলির জন্য সংশ্লিষ্ট তথ্যগুলি এখনো প্রকাশ করা হয়নি। নির্দিষ্ট তথ্য প্রকাশের পর এই প্রতিবেদনে সেগুলি আপডেট করা হবে।

WB Gram Panchayat Syllabus 2024

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career