WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৩
এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 13
1. কোথায় গদর পার্টি তৈরী হয়েছিল?
[A] আমেরিকা
[B] রাশিয়া
[C] জাপান
[D] ইংল্যান্ড
উত্তরঃ [A] আমেরিকা
2. ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর রয়েছে?
[A] গঙ্গা ও ভাগীরথী
[B] গঙ্গা ও কোশী
[C] গঙ্গা ও পুনর্ভবা
[D] গঙ্গা ও ময়ূরভঞ্জ
উত্তরঃ [A] গঙ্গা ও ভাগীরথী
3. লক্ষ্ণৌ কোন্ নদীর উপকূলে অবস্থিত?
[A] রবি
[B] যমুনা
[C] গোমতী
[D] গঙ্গা
উত্তরঃ [C] গোমতী
4. জলের BOD-1′-এর অর্থ হল—
[A] ভালো জলে
[B] মাঝারী জল
[C] নিম্নমানের জল
[D] কোনটাই নয়
উত্তরঃ [A] ভালো জলে
5. গারো ও খাসি পাহাড় নিম্নলিখিত কোন পর্বতমালার অন্তর্গত?
[A] হিমালয়
[B] সাতপুরা
[C] পশ্চিমঘাট
[D] পূর্ব ঘাট
উত্তরঃ [A] হিমালয়
6. তিস্তা কোন নদীর উপনদী?
[A] গঙ্গা
[B] কৃষ্ণা
[C] ব্রহ্মপুত্র
[D] করলা
উত্তরঃ [C] ব্রহ্মপুত্র
7. ‘শাল’ গাছ দেখা যায়________জেলায়।
[A] পশ্চিম মেদিনীপুর
[B] হুগলী
[C] মালদহ
[D] হাওড়া
উত্তরঃ [A] পশ্চিম মেদিনীপুর
⬇️ AVAILABLE NOW ⬇️
8. পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী দেশগুলির আন্তর্জাতিক সীমানা কোন দিকে রয়েছে?
[A] উত্তর
[B] উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম
[C] দক্ষিণপূর্ব ও উত্তর পশ্চিম
[D] উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব
উত্তরঃ [D] উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব
9. কোন নদী ‘বৃদ্ধ গঙ্গা’ নামে পরিচিত?
[A] গোদাবরী
[B] কৃষ্ণা
[C] কাবেরী
[D] গঙ্গা
উত্তরঃ [A] গোদাবরী
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১২
10. কোন্ রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে?
[A] বিহার
[B] ঝাড়খন্ড
[C] হিমাচলপ্রদেশ
[D] জম্মু ও কাশ্মীর
উত্তরঃ [B] ঝাড়খন্ড