চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayet Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayet Practice Set 17

1. ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?

[A] আকবর
[B] শেরশাহ
[C] মহম্মদ বিন তুঘলক
[D] আলাউদ্দিন খিলজী

উত্তরঃ [C] মহম্মদ বিন তুঘলক

2. কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?

[A] আলাউদ্দিন খিলজী
[B] বলবন
[C] ইলতুৎমিস
[D] মহম্মদ বিন তুঘলক

উত্তরঃ [C] ইলতুৎমিস

WB Gram Panchayet Practice Set 2024

3. নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?

[A] সিংহ
[B] হস্তি
[C] ব্যাঘ্র
[D] গন্ডার

উত্তরঃ [C] ব্যাঘ্র

4. নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—

[A] আন্না হাজারে
[B] মেধা পাটেকর
[C] রামদেব
[D] বিনায়ক সেন

উত্তরঃ [B] মেধা পাটেকর

5. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল—

[A] পিন্ডারি
[B] গঙ্গোত্রী
[C] সিয়াচেন
[D] হিস্পার

উত্তরঃ [C] সিয়াচেন

👇👇 গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরীক্ষার জন্য সেরা গাইড বই 👇👇

WB Gram Panchayet Practice Set 2024

6. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত—

[A] কটকে
[B] ধানবাদে
[C] কানপুরে
[D] কোয়েম্বাটুরে

উত্তরঃ [A] কটকে

7. হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল—

[A] আর্কিমিডিসের সূত্র
[B] পাস্কালের সূত্র
[C] রেনল্ডের সূত্র
[D] বার্নৌলির সূত্র

উত্তরঃ [B] পাস্কালের সূত্র

8. মোটর বোট চলার সময় অদ্ভুত তরঙ্গ গুলি হল—

[A] তির্যক
[B] অনুদৈর্ঘ্য
[C] তির্যক ও অনুদৈর্ঘ্য
[D] স্থান

উত্তরঃ [C] তির্যক ও অনুদৈর্ঘ্য

9. ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়—

[A] 21
[B] 49
[C] 73
[D] 370

উত্তরঃ [A] 21

10. ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে—

[A] ১৯৯০ সালে
[B] ১৯৯৩ সালে
[C] ১৯৯৫ সালে
[D] ২০০২ সালে

উত্তরঃ [B] ১৯৯৩ সালে

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার মকটেস্ট দেওয়ার জন্য আমাদের WhatsApp চ্যানেল জয়েন করুন 👇👇

WB Gram Panchayet Practice Set 2024

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ