WB Group D Recruitment: পশ্চিমবঙ্গ রাজ্যের আবারো অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সম্প্রতি রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এই দুর্দান্ত সুখবর প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণির যোগ্যতায় বিপুল পরিমাণে চাকরি প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি জন্য অপেক্ষা করে থাকেন। এবার সেই সমস্ত চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে চুক্তিভিত্তিক পদের জন্য প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য EXAM BANGLA র পক্ষ থেকে প্রকাশ করা হলো। আগ্রহী প্রার্থীরা এখনই বিস্তারিত জেনে নিন।
পদের নাম- গ্রুপ ডি কর্মী।
মোট শূন্য পদ- ২টি।
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ বা যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। উচ্চতর যোগ্যতার চাকরিপ্রার্থীদেরও আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে স্বল্প যোগ্যতার চাকরিপ্রার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বরকেই মূল গুরুত্ব দেওয়া হবে।
বয়স সীমা- আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম ১৮ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর বর্গের চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
চাকরির খবরঃ পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- অষ্টম শ্রেণীর যোগ্যতায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না আগ্রহী প্রার্থীদের। যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাবেন, তাদের অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হবে। অবশ্য এক্ষেত্রে বয়সে বড় চাকরি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগের বিবরণ- রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণরূপে চুক্তির মাধ্যমে এই নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা পূর্ণকালীন হিসাবে নিজেদের চাকরি দাবি করতে পারবেন না। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এক বছরের চুক্তিভিত্তিক সময়সীমার জন্য এই নিয়োগটি হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে চাকরির মেলা
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণরূপে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। একটি সাদা কাগজে আবেদনের চিঠি লিখে সেখানে নিজের যাবতীয় অভিজ্ঞতা ও বিবরণ উল্লেখ করতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, পরিচয় পত্র এবং চাকরিপ্রার্থীর বয়সের প্রমাণপত্রের মত গুরুত্বপূর্ণ নথি গুলি একত্রিত করে ডাক বিভাগের মারফত আবেদন জমা করতে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা সেপ্টেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। তাই একেবারেই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন। এই নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে অবশ্যই রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (food.wb.gov.in) দেখে নিতে পারেন।