চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

স্বাস্থ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীনে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 7 মে, 2021 তারিখের হিসেবে।

[quads id=10]

More Job: ব্যাংক নোট প্রেসে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং ভারত সরকার অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন -এর উপর অন্তত এক বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট লাগবে। কম্পিউটারে Ms-word, Ms- excel, Ms- powerpoint, Ms- access এবং ইন্টারনেটের উপর কাজ জেনে থাকতে হবে। সঙ্গে যেকোনো সরকারি প্রতিষ্ঠানে এক বছর কিংবা যেকোন বেসরকারি প্রতিষ্ঠানে দু বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

প্রার্থী নির্বাচন- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। কেবল দু’মাসের চুক্তির ভিত্তিতে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।

Read More: পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রীদের তালিকা

[quads id=10]

ইন্টারভিউ -এর তারিখ- ইন্টারভিউ হবে 13 মে, 2021 সকাল 11 টা। ইন্টারভিউয়ের দিন নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ -এর স্থান- Office ofiire Superintendent, North 24 Parganas District Hospital, Barasat, Kol-124

ইন্টারভিউর জন্য কি কি লাগবে-

  • পাসপোর্ট সাইজের ছবি লাগানো একটি প্রিন্ট আউট করা বায়ো ডাটা।
  • মাধ্যমিকের মার্কশীট।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
  • গ্র্যাজুয়েশনের মার্কশীট।
  • অভিজ্ঞতার শংসাপত্র।
  • কম্পিউটার সার্টিফিকেট।

উপরোক্ত প্রতিটি ডকুমেন্টস -এর সেল্ফ অ্যাটেস্টেড করা কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

আরও বিস্তারিত তথ্যের জন্য www.north24pgs.gov.in ওয়েবসাইট ভিজিট করুন।

Official Notification

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ