লকডাউনে বাড়িতে বসে চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। উচ্চ মাধ্যমিক পাশে লোক নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তরে। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কাজ করতে আগ্রহী হয়ে থাকলে জেনে নিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি সহ ইন্টারভিউর তারিখ ও সময়। WB Health Recruitment 2021.
পদের নাম- মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার)।
শূন্যপদ- 6 টি।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা বিষয়গুলি সহ উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে যেকোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিষয়ে দু বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়স- 01/01/2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 21 থেকে 39 বছরের মধ্যে।
[quads id=10]
বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 17,220/- টাকা।
আবেদন পদ্ধতি- নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউর দিনে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউর দিন সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
পরীক্ষা পদ্ধতি- প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে।
ইন্টারভিউর তারিখ- ইন্টারভিউ হবে আগামী 10 মে দুপুর 2:30 টা থেকে।
Interview Venue- Purulia Deben Mahata Govt. Medical College Hospital, Office of the Chamber of Principal.
প্রয়োজনীয় নথিগুলি- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অন্যান্য বয়সের শংসাপত্র, ভোটার/ আধার কার্ড, মাধ্যমিক সহ অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট। এক কপি পাসপোর্ট সাইজের ফটো অ্যাপ্লিকেশন ফরমেটে যথাস্থানে লাগিয়ে দিতে হবে।
[quads id=10]






