উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এর আগেই বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ! পশ্চিমবঙ্গ রাজ্যে এবার তৃতীয় সেমিস্টারের রেজাল্ট বেরোনোর আগেই নিজেদের রেজাল্ট জেনে যেতে পারবেন ছাত্র-ছাত্রীরা। আসলে সম্প্রতি ২০২৫ সালের তৃতীয় সেমিস্টার শুরু হওয়ার আগেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
[quads id=21]
এই বছর সেপ্টেম্বর মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার আয়োজিত হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মতো তৃতীয় সেমিস্টারে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় মোট ৩৫ নম্বরের OMR বেসড পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সম্পূর্ণ পরীক্ষা MCQ পদ্ধতি মেনেই হবে। তবে সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। আসলে এক্ষেত্রে OMR শিটের উত্তরপত্র প্রকাশ করবে WBCHSE।
কেন এই সিদ্ধান্ত?
মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা আরো অধিক পরিমাণে বৃদ্ধি করতে এবং ছাত্র-ছাত্রীদের রাইট টু ইনফরমেশন বা RTI বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করছে সংসদ।
[quads id=21]
বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now
কবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে?
আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের তরফে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দুটি বিষয় প্রস্তাবের আকারে পেশ করা হবে, যার মধ্যে যেকোনো একটি প্রস্তাব গৃহীত হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। প্রস্তাব দুটি হল-
১) ছাত্র ছাত্রীদের OMR শিটের সাথে কার্বন কপি দেওয়া হবে। যার ফলে ছাত্র-ছাত্রীরা তৃতীয় সেমিস্টার দেওয়ার পরেই প্রশ্নপত্রের পাশাপাশি তাদের উত্তরের কপি, বাড়িতে নিয়ে যেতে পারবে।
২) দ্বিতীয় বিষয়টি হল, ফলাফল প্রকাশ এর আগেই ছাত্র-ছাত্রীরা উত্তরপত্র যাচাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নির্ধারিত সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক OMR ও উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে।
সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু- Apply Now
উত্তরপত্র ও OMR আপলোড হলে কীভাবে ছাত্রছাত্রীরা দেখতে পারবেন?
প্রতিটি ছাত্রছাত্রীর আপলোড হওয়া উত্তর পত্র মিলিয়ে দেখে নেওয়ার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে তারা নিজেদের মূল্যায়ন হওয়া উত্তরপত্র এবং সঠিক উত্তর মিলিয়ে দেখে নিতে পারবেন। আপাততভাবে পরীক্ষা দেওয়ার কিছুদিনের মধ্যেই নিজেদের ফলাফল বুঝে যেতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এরপর সংসদের তরফে ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট দেওয়া হবে।
প্রসঙ্গত, বর্তমানে সেমিস্টার সিস্টেমের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারের ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এরমধ্যে এই বছর সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। এই বছর সেপ্টেম্বর মাসে প্রথমবারের জন্য তৃতীয় সেমিস্টারের আয়োজন করা হচ্ছে। অপরদিকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে, যা চলবে ২৭ তারিখ পর্যন্ত।






