পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে বিশাল তোড়জোড়। রবিবার পেরোলেই সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পরীক্ষা এই উচ্চমাধ্যমিক। এরপর বিদ্যালয়ের গণ্ডি পার করে ছাত্রছাত্রীরা প্রবেশ করবে তাদের কলেজ জীবনে। তবে এই পরীক্ষায় কোন রকমের অনীতিকর কার্যক্রম যাতে না ঘটে সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখছে সংসদ। কারণে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে একাধিক করা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকেরা অবশ্যই পরীক্ষা কেন্দ্র প্রবেশ করার পূর্বে আমাদের এই প্রতিবেদন থেকে সংসদের বিভিন্ন নির্দেশাবলী বিশদে জেনে নিন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫
একটি গোটা যুগের অবসান ঘটিয়ে ২০২৫ সালের শেষবারের মতো আয়োজিত হতে চলেছে বার্ষিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরবর্তী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আয়োজিত হতে চলেছে। এই বছরে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার সময় মোবাইল এবং ইলেকট্রনিক গেজেট নিয়ে যাওয়ার সম্পূর্ণ বিষয়টি আটকানোর প্রচুর পরিমাণে প্রচেষ্টা চালানো হয়। তারপরেও উনিশ জন শিক্ষার্থীকে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট সহ আটক করা হয়েছে। পাশাপাশি বাতিল হয়েছে সেই সমস্ত পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা।
পরীক্ষা ননিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কড়া পদক্ষেপঃ
১) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে এই ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য ইতিমধ্যেই উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র প্রবেশের পূর্বে দেহতাল্লাশির বন্দোবস্ত করা হচ্ছে। মেটাল ডিটেক্টর এর সাহায্যে প্রতিটি ছাত্র-ছাত্রীর পুঙ্খানুপুঙ্খ তল্লাশি নেওয়া হবে এবং তারপরেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হবে। এই কাজের কারণে পরীক্ষা পুরো হওয়ার এক ঘণ্টা আগে প্রতিটি ছাত্র-ছাত্রীকে উপস্থিত থাকতে হবে পরীক্ষার কেন্দ্রে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর ২ দিন বাকি, কবে কোন পরীক্ষা? কোন দিন ছুটি? দেখে নিন একনজরে
২) এর পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়া আটকাতে উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে উত্তরপত্রের সঙ্গে প্রতিটি ছাত্রছাত্রীর প্রশ্নপত্র একত্রিত করে জমা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কোন ছাত্র-ছাত্রী পরীক্ষার শেষে প্রশ্নপত্র তাদের হাতে পাবেন না।
৩) অভিভাবকদের ক্ষেত্রেও উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে বিশেষ নির্দেশাবলী জারি করা হয়েছে। এবারের পরীক্ষার কেন্দ্রের বাইরে কোনরকম অভিভাবকদের জটলা চাইছে না সংসদ। এমনকি পরীক্ষার কেন্দ্রে অভিভাবকদের প্রবেশ অধিকার সম্পূর্ণ রূপে স্থগিত রাখা হয়েছে। কোনরকম গুরুত্বপূর্ণ প্রয়োজন এর অভিভাবকদের প্রবেশ করানো হলে তাকে পুলিশ কমিশনারের সাথে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন সংসদ।
৪) অভিভাবকের পাশাপাশি কোন ধরনের সিভিক ভলেন্টিয়ার পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের সাথে ছাত্র-ছাত্রীদের আন্তরিক যোগাযোগ থাকতে পারে বলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ শিক্ষা সংসদ।
২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চ শিক্ষা সংসদ। এই নির্দেশগুলির অবমাননা হলে পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। তাই অবশ্যই ছাত্র-ছাত্রীরা যথেষ্ট সতর্কভাবে পরীক্ষার কেন্দ্র প্রবেশ করবেন এবং সততার সঙ্গে পরীক্ষা দেবেন।