উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা তাদের কলেজ জীবনে প্রবেশ করে। নিজেদের ভবিষ্যতের স্বপ্নপূরণের অন্যতম গণ্ডি এই পরীক্ষা। তাই এই সমস্ত ছাত্র-ছাত্রীরাই অধীর হবে অপেক্ষা করছেন এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর জন্য। ছাত্র-ছাত্রীদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল অর্থাৎ ২০২৫ সালের ৭ই মে প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে সবার আগে কোন লিংকে ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবেন? এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণেই আজকের প্রতিবেদনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার সঠিক লিংকটি জানানো হলো।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি শুরু হয়েছিল মার্চ মাসের ৩ তারিখে এবং এটি চলেছিল ১৮ তারিখ পর্যন্ত। প্রকাশিত তথ্য অনুসারে এই বছরে ৮ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাদের সকলের জন্যই পরীক্ষা শেষ হওয়ার ১৮ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফলাফল। ছাত্র-ছাত্রীদের জন্য জানিয়ে রাখি, আগামীকাল দুপুর সাড়ে বারোটায় ঘোষণা হবে এই পরীক্ষার ফলাফল। ওই সময়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে প্রথম থেকে দশম স্থানাধিকারী সকল ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করা হবে।
কৃতি ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণার পর দুপুর দুটো থেকে অনলাইনেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবার উচ্চমাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখার জন্য একাধিক লিংক প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সবার আগে রেজাল্ট দেখে নেওয়ার জন্য আপনাদের অবশ্যই নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে এবং বলে দেওয়া ধাপ গুলি অনুসরণ করে নিতে হবে।
2025 উচ্চ মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবো?
➲ Step- 1: উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করতে হবে।
➲ Step- 2: “Enter Your Roll, and No.” -এর ঘরে রোল নম্বর টাইপ করতে হবে।
➲ Step- 3: স্টেপ-2 সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা সরকারি স্কলারশিপ ২০২৫
তবে এক্ষেত্রে বলে রাখি, আগামীকাল অনলাইনে রেজাল্ট দেখার শুরু হলে তবেই আপনারা এই লিংক থেকে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবেন।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কটা থেকে অনলাইনে দেখা যাবে?
এছাড়াও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের www.wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com -এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকেও রেজাল্ট চেক করা যাবে।