বর্তমানে বেকারত্বের সমস্যা নিয়ে নাজেহাল দেশের সরকার, আর তার মধ্যেই রাষ্ট্রায়ত্ত জনপ্রিয় ইন্ডিয়ান ব্যাংকে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ব্যাংকের চাকরির জন্য বহু চাকরি পেয়েছিস প্রস্তুতি নিয়ে থাকেন। তাদের জন্যই এবার ১৫০০ পদে নিয়োগের সুযোগ থাকছে। কোন কোন যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন? বয়স কত হতে হবে? কোন পদে নিয়োগ করা হচ্ছে? কীভাবে নিয়োগ করা হবে? আবেদন কীভাবে জানাতে হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে পাওয়া যাবে আজকের প্রতিবেদন থেকে।
পদের নাম- ব্যাংক অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।
মোট শূন্য পদের সংখ্যা- ১৫০০ টি।
পশ্চিমবঙ্গ রাজ্যের মোট শূন্য পদের সংখ্যা- ১৫২ টি।
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
অ্যাপ্রেন্টিস পদের বিশেষত্ব- বর্তমানে বিভিন্ন ব্যাংক বা সরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে সরকারি সংস্থা থেকে দক্ষতা এবং প্রশিক্ষণ নিয়ে পরবর্তী সময়ে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় সরাসরি নিয়োগের সুযোগ পেয়ে থাকেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট পরিমাণ মাসিক স্টাইপেন্ড এবং প্রশিক্ষণের শেষে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সার্টিফিকেট পাওয়া যায়।
চাকরির খবরঃ বাঁকুড়া জেলার স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে চলতি অর্থবর্ষের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিশ আইন মেনেই এই নিয়োগটি করা হবে। এসেছে ইন্ডিয়ান ব্যাংকের তরফে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। পেশাদারী কোর্সের পাশাপাশি সাধারণ গ্র্যাজুয়েটরাও এই পদে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা- ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের চাকরি প্রার্থীরা ইউনিয়ন ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানাতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড- অ্যাপ্রেন্টিস পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড বা বৃত্তি পাওয়া যায়। এই ক্ষেত্রে শহর অঞ্চলে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৫০০০ টাকায় এবং গ্রাম বা শহরতলীতে নিযুক্ত কর্মীদের পাশে ১২,০০০ টাকা বৃদ্ধি দেওয়া হবে।
চাকরির খবরঃ রেলওয়ে নির্মাণকারী সংস্থায় শিক্ষানবিশ নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে লিখিত পরীক্ষার এবং স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষার উপর নির্ভর করে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে ইন্ডিয়ান ব্যাংক। সেই তালিকা অনুসারে স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা দিতে হবে এবং তারপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- ইন্ডিয়ান ব্যাংকের শিক্ষানবিশ পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের সবার প্রথমে 1961 সালের কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন মেনে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে অনলাইনে চাকরি পেয়েছিলেন নাম রেজিস্টার করতে হবে এবং তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জমা করতে হবে। প্রতিটি চাকরিপ্রার্থী আগামী ৭ আগস্ট পর্যন্ত আবেদন জানাতে পারবেন।