এক নজরে
WB Madhyamik 2026: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে আবারো রাজ্যের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের টেস্ট পরীক্ষার সময়সীমা এবং আরও কয়েকটি বিশেষ নির্দেশাবলী ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা বলে মাধ্যমিক পরীক্ষাকেই মনে করা হয়। প্রতি বছর প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী বিভিন্ন জেলা থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাই এই পরীক্ষার বিভিন্ন তথ্য সবার আগে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের জেনে নেওয়া প্রয়োজনীয়। মূলত কেমন প্রশ্নপত্র হবে? টেস্ট পরীক্ষার সময় কোন কোন নির্দেশ গুলি মাথায় রাখতে হবে? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত টেস্ট পরীক্ষা হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রইল আজকের প্রতিবেদনে।
মাধ্যমিক (WB Madhyamik)-র টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা
পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে গত ২০ শে জুন, ২০২৫ তারিখে অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই বছরের টেস্ট পরীক্ষার সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এই বছরেও নভেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে টেস্ট পরীক্ষা। রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে নভেম্বর মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যেই শেষ করতে হবে টেস্ট পরীক্ষা। এরপর আরো তিন মাস পর মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik) দেবেন ছাত্র-ছাত্রীরা। এর ফলে তাদের মাধ্যমিকের জন্য অতিরিক্ত প্রস্তুতি নিতেও সুবিধা হবে। তবে এক্ষেত্রে স্কুলের উপর কোন রকম পরীক্ষার রুটিন চাপিয়ে দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, উল্লেখ্য সময়সীমার মধ্যে বিদ্যালয়ের গুলি তাদের সুবিধা মত রুটিন এবং পরীক্ষার সময় ঠিক করে নেবে। এক্ষেত্রে সরকারি ছুটির দিন বা রাজ্য সরকারের ছুটি পড়লে, সেই দিনগুলি পরীক্ষার রুটিন থেকে বাদ দিতে হবে।
মাধ্যমিক রুটিন 2026 | |
---|---|
তারিখ | বিষয় |
2 ফেব্রুয়ারি, 2026 (সোমবার) | বাংলা |
3 ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) | ইংরেজি |
6 ফেব্রুয়ারি, 2026 (শুক্রবার) | ইতিহাস |
7 ফেব্রুয়ারি, 2026 (শনিবার) | ভূগোল |
9 ফেব্রুয়ারি, 2026 (সোমবার) | গণিত |
10 ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) | ভৌত বিজ্ঞান |
11 ফেব্রুয়ারি, 2026 (বুধবার) | জীবন বিজ্ঞান |
12 ফেব্রুয়ারি, 2026 (বৃহস্পতিবার) | ঐচ্ছিক বিষয় |
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
WB Madhyamik টেস্ট পরীক্ষায় কেমন প্রশ্ন হবে?
পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রতিটি বিদ্যালয়ে তাদের নিজেদের তৈরি করা প্রশ্নপত্রই টেস্ট পরীক্ষা নেবে। এক্ষেত্রে বাইরের কোনো সংস্থা বা এজেন্সি দিয়ে প্রশ্নপত্র তৈরি করানো যাবে না। প্রশ্নপত্রের উপরে বড় বড় করে ওই বিদ্যালয়ের নাম উল্লেখ থাকতে হবে। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মডেল গাইডলাইন, সিলেবাস এবং বলে দেওয়া নম্বরের ভিত্তিতে করতে হবে।
পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক (WB Madhyamik) বা উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য টেস্ট পরীক্ষা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। মূলত সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে এই টেস্ট পরীক্ষা নেওয়া হয়। যার ফলে পরবর্তী সময়ে বোর্ডের আসল পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটা পরিমাণে বেড়ে যায়। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নভেম্বর মাসের টেস্ট শেষ হলে এর পরের তিন মাস পুরো দমে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়ে যান ছাত্র-ছাত্রীরা। তাই এখন থেকেই এই বছরের মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিতে হবে।