এক নজরে
WB Madhyamik Exam 2026: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন এর সময়ে জমা দেওয়া বিভিন্ন তথ্য যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন। এর জন্য ইতিমধ্যেই একটি ওয়েবসাইট চালু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ১৮ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এই ফোটনের মাধ্যমে একাধিক তথ্য যাচাই করতে পারবেন পরীক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
WB Madhyamik Exam 2026
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা হিসাবে ধরা হয় মাধ্যমিককে। এই পরীক্ষার জন্য রাজ্যের ছাত্র-ছাত্রীরা প্রথমবারের মতো বোর্ডের প্রশ্নপত্রের সম্মুখীন হয়ে থাকেন। এই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যায় নবম শ্রেণী থেকেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীকে নিজেদের নাম, অভিভাবকের নাম এবং জন্ম তারিখ জানিয়ে বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট সংগ্রহ করে নিতে হয়। একজন পরীক্ষার্থীর সঠিকভাবে রেজিস্ট্রেশন না হলে পরীক্ষার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণেই এবার ছাত্রছাত্রীদের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক নিয়ে বড় আপডেট
এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একবার তথ্য জমা দেওয়ার পর সংশোধনের জন্য আর কোন সুযোগ থাকত না। তবে বিগত বছরে মাধ্যমিক শুরুর মাত্র ২ দিন আগে আদালতের নির্দেশের রীতিমতো জরিমানা দিয়ে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর ভুল সংশোধন করতে হয়েছিল। আর এই তালিকায় ছিল ১১৫ টি বিদ্যালয় এর নাম। এই কারণেই এই বছর অর্থাৎ ২০২৫ সালের রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে ভুল সংশোধনের জন্য বিদ্যালয় গুলিকে মোট পাঁচবার সুযোগ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
এই কারণে শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে https://students.wbbsedata.com -এই পোর্টালটি (WB Madhyamik Exam 2026)। প্রত্যেকটি ছাত্র-ছাত্রী নিজেদের রেজিস্ট্রেশন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখে যাচাই করে নিতে পারবেন এই পোটাল এর মাধ্যমে। মধ্যশিক্ষা পর্ষদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ১৮ই সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। আগ্রহী ছাত্রছাত্রীরা অবশ্যই এই সময়সীমার মধ্যে বিদ্যালয়ের সহযোগিতায় নিজেদের রেজিস্ট্রেশন ভালোভাবে যাচাই করে নেবেন।
পোর্টালের মাধ্যমে আবেদন (WB Madhyamik Exam 2026)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উল্লেখিত পোর্টালে কোন আবেদন নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা পড়লে স্বয়ংক্রিয়ভাবে তা শিক্ষার্থীর বিদ্যালয়ের ড্যাশবোর্ডে পৌঁছে যাবে। এরপর বিদ্যালয়ের কর্তৃপক্ষ সমস্ত প্রমাণ সংগ্রহ করে পর্ষদে জমা দেবে। এর পাশাপাশি জমা দিতে হবে নির্দিষ্ট আবেদন মূল্য।