এক নজরে
WB PG Admission 2025: কলেজে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়ার মাঝেই পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের তরফে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া নিয়ে একাধিক নির্দেশিকা প্রকাশ করা হল। ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট করে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৮ আগস্ট থেকে। ছাত্র ছাত্রীরা তাদের মাস্টার্স ডিগ্রির জন্য সরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন জানাতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করে দেওয়া হবে। তবে ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন পোর্টাল চালু হওয়ার আগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা সংসদ। EXAM BANGLA র আজকের প্রতিবেদন থেকে সেই নির্দেশিকা গুলি বিস্তারিত জেনে নিতে পারবেন।
WB PG Admission 2025
পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য স্নাতকোত্তর স্তরে ভর্তি (WB PG Admission 2025) প্রক্রিয়া শুরু হতে চলেছে। কলেজে ভর্তির মতোই সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইতিমধ্যে এই রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে ছাত্র-ছাত্রী এবং সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উদ্দেশ্য করে ভর্তি সম্পর্কিত একাধিক নির্দেশ প্রকাশ করা হয়েছে।
WB PG Admission 2025 এর জন্য কোন কোন নির্দেশ দেওয়া হল?
মূলত স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া স্বচ্ছ ও সমস্যাহীন করার জন্য এই একগুচ্ছ নিয়ম মেনে চলতে হবে ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয় গুলিকে। এর পাশাপাশি ভর্তির প্রক্রিয়া কেমন হতে চলেছে সেই বিষয়েও এই নির্দেশাবলী একটি স্পষ্ট ধারণা দিচ্ছে।
উচ্চ শিক্ষা সংসদের নির্দেশাবলী-
১) বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার পর ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র মেধার উপর ভিত্তি করে ভর্তি (WB PG Admission 2025) নেওয়া হবে। কোন ছাত্র-ছাত্রীকে কোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের তরফে সাক্ষাৎকার বা কাউন্সিলিংয়ের জন্য ক্যাম্পাসে ডেকে পাঠানো যাবে না।
২) ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ক নথিপত্র, আবেদন পত্র বা কোর্স সংক্রান্ত তথ্য অনলাইনে জমা দেওয়ার সময় কোন রকম অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না। ভর্তির সময় যে ন্যূনতম ফিস বা আবেদনমূল্য জমা করতে হচ্ছে, সেটাই একমাত্র আবেদন মূল্য হিসেবে বিবেচিত হবে।
৩) যে সমস্ত ছাত্রছাত্রীরা মেধা তালিকায় স্থান পাবেন, তাদের ভর্তি সম্পর্কিত তথ্য জানানোর জন্য ফোন বা ইমেইল মারফত যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের অফিসে গিয়ে খোঁজ করার প্রয়োজন হবে না।
আরও পড়ুনঃ আগস্ট মাসে কোন কোন চাকরির আবেদন চলছে
৪) বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আবেদন পত্র পূরণ থেকে শুরু করে আবেদন মূল্য জমা করা, এমনকি প্রয়োজনীয় নথিপত্র জমা করার জন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হাজির হতে হবে না ছাত্রছাত্রীদের। সমস্ত কিছুই এবারে অনলাইনে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা সংসদ।
৫) এমনকি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সমর্থ্য কিছুই যাচাই করতে হবে অনলাইন মাধ্যমে। এক্ষেত্রে স্বশরীরে কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তথ্য জমা করার প্রয়োজন নেই।
ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চশিক্ষায় স্বচ্ছতা আনার প্রচেষ্টা চালাচ্ছে উচ্চ শিক্ষা সংসদ। সঠিক সময় মত যাতে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের মেধার উপর নির্ভর করেই ভর্তি হতে পারেন, সেই দিকে যথাযথ খেয়াল রেখেই এই নির্দেশ জারি করা হয়েছে। গত বছরের স্নাতকোত্তর স্তরে ভর্তির (WB PG Admission 2025) প্রক্রিয়া এবং সেশন শুরুতে বিলম্ব নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। বিশেষত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষায় ডেরির কারণে সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের। এর পাশাপাশি বেশ কিছু বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্সিলিং চলার পরেও আসন পূর্ণ হয়নি।
বিগত বছর থেকে শিক্ষা লাভ করে এই বছরে এই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে উচ্চ শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই অনলাইনে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন নিজের পছন্দমত কলেজে। আগামী ৮ থেকে ২০ আগস্ট এর মধ্যে নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে।
প্রসঙ্গত, বিশেষ কিছু পেশাগত কোর্স যেমন- বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড এর মত কোর্সগুলির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এই সমস্ত কোর্সে ভর্তির জন্য উচ্চশিক্ষা দপ্তরের তরফে আলাদা নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।