পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! এই রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য ২০২৪ সালের মার্চ মাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে ১১,৭৪৯ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করার কথা ছিল। বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী এই নিয়োগের জন্য দরখাস্ত জমা দিয়েছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, এক বছর পেরিয়ে গিয়েও নেওয়া হয়নি পরীক্ষা। এই নিয়োগের জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরা। তবে এবারে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে জানা যাচ্ছে এই পরীক্ষার তারিখ।
পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪
গত বছরের শেষের দিকে এসএসসি দুর্নীতি মামলা এবং তার আগে থেকেই চলতে থাকা ওবিসি মামলার জেরে আটকে ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত নিয়োগ পদ্ধতি। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের আইনি দপ্তরে বিপুল পরিমাণে পুলিশ কনস্টেবল নিয়োগ স্থগিত রয়েছে। প্রায় ১১ হাজারেরও বেশি শূন্য পদের জন্য গত বছর মার্চ মাসে ১০,০৩,৩৬৩ জন চাকরি প্রার্থীর দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে ৮ লক্ষেরও বেশি পুরুষ চাকরি প্রার্থী এবং ২ লক্ষের কাছাকাছি মহিলা চাকরিপ্রার্থী রয়েছেন। এরপর থেকে ঘুরে গিয়েছে গোটা একটা বছর। তারপরেও প্রকাশিত হয়নি নিয়োগ পরীক্ষার তারিখ।
চাকরির খবরঃ ১২২৪ শূন্যপদে রাজ্যের বিভিন্ন আদালতে গ্রুপ সি কর্মী নিয়োগ
বিভিন্ন সমস্যার জটাজাল পেরিয়ে এবার পশ্চিমবঙ্গ রাজ্যের কনস্টেবল নিয়োগের পরীক্ষার তারিখ জানা গিয়েছে। সূত্রের খবর অনুসারে, এই বছর দুর্গাপুজোর আগেই আয়োজিত হতে চলেছে এই নিয়োগ পরীক্ষা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল পরিমাণ চাকরিপ্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এই বছর পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই এই পরীক্ষার আয়োজন হতে পারে বলে জানা যাচ্ছে। আবেদনকারী চাকরিপ্রার্থীরা আর অপেক্ষা না করে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি পুরোদমে চালু করে দিতে পারেন।
চাকরির খবরঃ পশ্চিম মেদিনীপুর জেলা স্তরে মহিলা কর্মী নিয়োগ
তবে পশ্চিমবঙ্গ পুলিশ রেক্রুটমেন্ট বোর্ড এর সূত্রের পাওয়া এই খবরটি এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। আগামী দিনে এই বিষয়ে একটি নোটিশ জারি হবে বলে আশা করা হচ্ছে। এর জন্য অবশ্যই চাকরি প্রার্থীদের আরো কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।