চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাইমারি এডুকেশন বোর্ড, জানুন বিস্তারিত

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করল West Bengal Board of Primary Education (WBBPE)। পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে বেশ কিছু আইনে জটিলতা তৈরি হয়েছিল। SSC নিয়োগ বিজ্ঞপ্তির পর এবার প্রকাশিত হল প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিফিকেশন জারি করল প্রাইমারি এডুকেশন বোর্ড। কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে? কাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? কোন কোন নথির প্রয়োজন হবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

[quads id=21]

WB Primary Teacher Recruitment 2025

৪ঠা এপ্রিল ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের রায় মেনে মামলাকারী যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সিদ্ধান্ত নিয়েছে প্রাইমারি এডুকেশন বোর্ড। এই উদ্দেশ্যে আগামী ৯ই জুন ২০২৫ থেকে ১৮ই জুন ২০২৫ তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের কার্যকলাপ সম্পন্ন করা হবে। ওই সময়সীমার মধ্যে ছুটির দিন বাদে চাকরি প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুসারে নিজেদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে।

কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে?

রাজ্যের প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার জন্য মামলাকারী চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইমারি এডুকেশন বোর্ড। এই ভেরিফিকেশন এর জন্য স্বশরীরে চাকরি প্রার্থীকে নিজের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ পৌঁছে যেতে হবে কলকাতার সল্টলেকে অবস্থিত West Bengal Board of Primary Education (WBBPE) এর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে।

[quads id=21]

আরও পড়ুনঃ প্রকাশিত হলো শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি

কাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে?

ভারতীয় শীর্ষ আদালতে SLP(C) No. 19139/2024 মামলায় যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানিয়েছিলেন, তাদেরকেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দেশও সময়সূচি অনুসরণ করে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। ৯ই জুন ২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা জানতে অবশ্যই West Bengal Board of Primary Education (WBBPE) -এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নিতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পদ্ধতিতে এলো বড় পরিবর্তন!

কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে?

যোগ্য চাকরিপ্রার্থীদের নিচে উল্লেখিত প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল কপি এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি সঙ্গে রাখতে হবে।

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট,
  • ১০/০৮/২০১৭ তারিখের আগে TET পাস সার্টিফিকেট,
  • জন্ম তারিখের প্রমাণপত্র,
  • “IN SERVICE” প্রমাণপত্র (যেমন নিয়োগপত্র, স্কুল কর্তৃপক্ষের সার্টিফিকেট, NOC, বেতন স্লিপ, PF স্টেটমেন্ট),
  • ১৮ মাসের D.El.Ed সার্টিফিকেট,
  • Primary Teachers Recruitment Process 2022 রেজিস্ট্রেশন স্লিপ,
  • বাসস্থানের প্রমাণ পত্র,
  • ভোটার ID কার্ড বা আধার কার্ড,
  • জুলাই ২০১৭ পর্যন্ত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট,
  • PF/EPF স্টেটমেন্ট,
  • IT রিটার্ন,
  • মামলাকারী হিসাবে প্রয়োজনীয় প্রমাণপত্র ইত্যাদি।

উল্লেখ্য, চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের এই ধাপটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মামলাকারী যোগ্য চাকরিপ্রার্থীরা নিজেদের নাম WBBPE -এর https://wbbpe.wb.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ৩০.০৫.২০২৫ -তারিখে প্রকাশিত Notification Memo No. 1129/WBBPE/2025/1086L–05/25 বিজ্ঞপ্তিটি থেকে দেখে নেবেন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ