ডিসেম্বরের ১১ তারিখ প্রাইমারি টেট পরীক্ষা। এর আগেই জানানো হয়েছিল নভেম্বরের ২৮ এর পর থেকেই অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। সেই মতো চলছিল প্রস্তুতি গ্রহণ পর্ব। এরপরই গত ৩০ তারিখ পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেল প্রাইমারি টেট ২০২২ এর অ্যাডমিট কার্ড বিষয়ক বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে পর্ষদের ওয়েবসাইট ( https://wbbpe.org )থেকেই সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
ডিসেম্বরের ২৮ তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এমনটাই জানানো হয় পর্ষদের তরফে। তবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এ সম্বন্ধে সেদিন কোনোও নোটিশ প্রকাশ পায়না। ওইদিন বহু পরীক্ষার্থী বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোডের চেষ্টা করে। সে বিষয়ে যদিও বিশদে জানা যায়নি। সূত্রের খবর, বহু পরীক্ষার্থী ডাউনলোডও করেন অ্যাডমিট কার্ড। তবে এরইমধ্যে ৩০ শে নভেম্বর অ্যাডমিট কার্ড বিষয়ক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। যেখানে জানানো হয়, ওইদিন থেকেই টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এবং অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্যত্র থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না। ওইদিন থেকেই অফিসিয়ালি প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। সে অনুযায়ী পর্ষদের তরফে ডাউনলোডের পদ্ধতিও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়।
Primary TET Practice Set: Download Now
[quads id=10]
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যেভাবে-
১) প্রাইমারি টেট ২০২২ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে প্রথমেই পরীক্ষার্থীদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbbpe.org) এ যেতে হবে।
২) ওয়েবসাইটে গিয়ে “ONLINE APPLICATION FOR TEACHER ELIGIBILITY TEST-2022 (TET-2022)FOR CLASS I TO V” লিঙ্কে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।
৩) এরপর “PRINT/DOWNLOAD ADMIT CARD” অংশে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।
৪) এরপর পরীক্ষার্থীদের নিজেদের রেজিস্ট্রেশন নম্বর(যেটি টেট পরীক্ষার আবেদনপত্রে উল্লেখ ছিল) জন্মতারিখ(যেটি টেট পরীক্ষার অ্যাপ্লিকেশনে উল্লেখ করা হয়েছিল) তা দিতে হবে।
৫) এরপরই পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন।
৬) অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাওয়ার সাথেই পরীক্ষার্থীরা তা প্রিন্টের অপশন ও পেয়ে যাবেন।
৭) পরীক্ষার্থীরা সুবিধামতো অ্যাডমিট কার্ডটির প্রিন্ট কপিটি নিজেদের কাছে রেখে দেবেন। ও পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ডটি বহন করে নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের।

[quads id=10]
ডিসেম্বরের প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্য জুড়ে। একাধিক নজিরবিহীন পদক্ষেপের সাথে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বহু নতুন সংস্করণ চলতি বছরের টেট পরীক্ষায়। ছয় বছরের জটিলতা কাটিয়ে ফেরা টেটে কার্যত কোনোও গাফিলতি রাখতে চায়না বর্তমান সরকার। সেই উদ্দেশ্যে সম্প্রতি আয়োজিত টেট বিষয়ক বৈঠকে গৃহীত হয় বেশ কিছু নয়া সিদ্ধান্ত। একইসাথে টেটের বৈঠকী আলোচনার পরেই জানানো হয় আগামী ২৮ শে নভেম্বরের পর থেকেই টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করবে পর্ষদ। সেই অনুযায়ী চলে প্রস্তুতি গ্রহণ। অন্যদিকে হাইকোর্টের বিচারপতির অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয় বি.এড স্পেশাল ক্যান্ডিডেটরা যারা বি.এড হিসেবেই ফর্ম ফিল আপ করেছিলেন, তাঁদেরও টেটের অ্যাডমিট কার্ড দিতে হবে পর্ষদকে। অতএব কথা অনুযায়ী এদিন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে টেটের অ্যাডমিট কার্ড এবং সাথে বিজ্ঞপ্তি সহ ডাউনলোড প্রক্রিয়া।







