Primary TET Bangla Pedagogy Practice Set- 5: বাংলা পেডাগজি বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Pedagogy Practice Set
1) কত প্রকার বাক্যের ছাঁচ (Pattern) আয়ত্ত করতে হয়?
[A] একশো থেকে দুশো
[B] দুশো থেকে আড়াইশো
[C] আড়াইশো থেকে তিনশো
[D] তিনশো থেকে চারশো
উঃ [C] আড়াইশো থেকে তিনশো
2) লিখন একটি-
[A] অচেতন চিন্তন প্রক্রিয়া
[B] অর্ধ সচেতন চিন্তন প্রক্রিয়া
[C] সচেতন চিন্তন প্রক্রিয়া
[D] কোনোটিই নয়
উঃ [C] সচেতন চিন্তন প্রক্রিয়া
3) অনুচ্ছেদ রচনার দ্বারা –
[A] পঠন দক্ষতার বিকাশ ঘটে
[B] কথন দক্ষতার বিকাশ ঘটে
[C] লিখন দক্ষতার বিকাশ ঘটে
[D] শ্রবন দক্ষতার বিকাশ ঘটে
উঃ [C] লিখন দক্ষতার বিকাশ ঘটে
4) মাতৃভাষা পঠন-পাঠনের একটি ভূমিকা হল-
[A] প্রকাশধর্মীতা
[B] চলমানতা
[C] গতিশীলতা
[D] স্থিবরতা
উঃ [A] প্রকাশধর্মীতা
5) লিখন দক্ষতা বৃদ্ধির উপায় হল-
[A] গল্প বলা
[B] কবিতা পাঠ করা
[C] গল্প লেখা
[D] নাটক সোনা
উঃ [C] গল্প লেখা
6) কোন গুণের জন্য লিখন দক্ষতার প্রয়োজন?
[A] গ্রহণধর্মীতা
[B] প্রকাশধর্মীতা
[C] গ্রহণ ও প্রকাশধর্মীতা
[D] কোনোটিই নয়
উঃ [B] প্রকাশধর্মীতা
7) মাইকেল ওয়েস্টের মতে Reading হল-
[A] Process of sight Sound Sence
[B] Process of sight loud Sence
[C] Process of light sound Sence
[D] Process of sound Oral sence
উঃ [A] Process of sight Sound Sence
8) মাইকেল ওয়েস্ট পঠনের কয়টি ধাপের কথা বলা হয়েছে?
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] ছটি
উঃ [C] পাঁচটি
9) কোন পাঠে অতিরিক্ত শ্রম হয় ও শরীরের অবসাদ আসে?
[A] নীরব পাঠে
[B] সরব পাঠে
[C] চর্বনা পাঠে
[D] সমবেত পাঠে
উঃ [B] সরব পাঠে
Primary TET Practice Set: Download Now
10) কোন পাঠে রসাস্বাদনই বড়ো কথা?
[A] নীরব পাঠে
[B] সরব পাঠে
[C] স্বাদনা পাঠে
[D] সমবেত পাঠে
উঃ [C] স্বাদনা পাঠে
11) কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্ত করে ?
[A] স্বাদনা পাঠে
[B] ধারনা পাঠে
[C] চর্বনা পাঠে
[D] সমবেত পাঠে
উঃ [D] সমবেত পাঠে
12) মুখের কথার দ্বারা ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য মানুষকে কত পরিমান শব্দ শিখতে হয়?
[A] এক হাজার থেকে দু-হাজার
[B] দেড় হাজার থেকে দু-হাজার
[C] দু-হাজার থেকে আড়াই হাজার
[D] আড়াই হাজার থেকে তিন হাজার
উঃ [D] আড়াই হাজার থেকে তিন হাজার
13) সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য হল-
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] ছয়টি
উঃ [A] তিনটি
14) শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা বোঝা যায়?
[A] নীরব পাঠ
[B] সরব পাঠ
[C] সমবেত পাঠ
[D] ধারণা পাঠ
উঃ [B] সরব পাঠ
15) সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য হল-
[A] স্পষ্টতা
[B] দ্রুততা
[C] সমরূপতা
[D] সবগুলি
উঃ [D] সবগুলি