Primary TET Bangla Pedagogy Practice Set- 7: বাংলা পেডাগজি বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Pedagogy Practice Set
১) আঞ্চলিক ভাষা কী ?
[A] কোনো বিশেষ দেশে প্রচলিত ভাষা
[B] এক বিশেষ ধরনের ভাষা
[C] কোনো বিশেষ অঞ্চলে প্রচলিত ভাষা
[D] কোনো বিদেশি ভাষা
উঃ [C] কোনো বিশেষ অঞ্চলে প্রচলিত ভাষা
২) বক্তৃতার সময় কী দিয়ে বিষয়কে উত্থাপন করতে হবে?
[A] ভাষা দিয়ে
[B] রব বা শব্দ দিয়ে
[C] হাত-পা নেড়ে
[D] ভাষা, বুদ্ধি ও তথ্য দিয়ে
উঃ [D] ভাষা, বুদ্ধি ও তথ্য দিয়ে
৩) স্বরবর্ণে ক-টি মাত্রাহীন বর্ণ আছে?
[A] ২টি
[B] ১টি
[C] ৪টি
[D] নেই
উঃ [A] ২টি
৪) প্রকৃতিগতভাবে কথন কয় ধরনের?
[A] দুই
[B] তিন
[C] চার
[D] পাঁচ
উঃ [A] দুই
৫) বিষয়ভিত্তিক কথনে —
[A] বক্তব্যকে প্রাধান্য দেয়
[B] কণ্ঠস্বরকে প্রাধান্য দেয়
[C] ধ্বনিকে প্রাধান্য দেয়
[D] কোনোটিই নয়,
উঃ [A] বক্তব্যকে প্রাধান্য দেয়
৬) রীতিভিত্তিক কথনে
[A] বলার ভঙ্গিমাকে প্রাধান্য দেয়
[B] বলার স্থানকে প্রাধান্য দেয়
[C] বলার সময়কে প্রাধান্য দেয়
[D] কোনোটিই নয়
উঃ [A] বলার ভঙ্গিমাকে প্রাধান্য দেয়
৭) বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ ক-টি?
[A] ১০টি
[B] ১২টি
[C] ১৩টি
[D] ১১টি
উঃ [D] ১১টি
Primary TET Practice Set: Download Now
৮) কথা বলার সময় কোন্ শব্দের প্রয়োগ সিদ্ধ নয় ?
[A] অশিষ্ট শব্দের
[B] অপ্রচলিত শব্দের
[C] বিশেষ কোনো আঞ্চলিক শব্দের
[D] অনুপযোগী বা অপ্রযুক্ত শব্দের
উঃ [A] অশিষ্ট শব্দের
৯) সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হল—
[A] শ্রবণযোগ্যতা
[B] স্পষ্টতা
[C] বাকপটুত্ব
[D] সবগুলি
উঃ [D] সবগুলি
১০) ব্যঞ্জনবর্ণে ক-টি মাত্রাহীন বর্ণ আছে?
[A] ৮টি
[B] ৯টি
[C] ১০টি
[D] ১১টি
উঃ [B] ৯টি
১১) কথন—
[A] ধ্বনিরূপ শনাক্ত করে
[B] বার্তা বা তথ্য প্রদান করে
[C] বার্তা বা তথ্য শনাক্ত করে
[D] যথাযথ মনোভঙ্গিকে শনাক্ত করে
উঃ [B] বার্তা বা তথ্য প্রদান করে
১২) বাংলা ভাষায় ক-টি কার চিহ্ন আছে?
[A] ১২টি
[B] ১০টি
[C] ৮টি
[D] ৯টি
উঃ [B] ১০টি
১৩) কোন্ শারীরিক যন্ত্রটি কথা বলার জন্য বিশেষ প্রয়োজনীয় ?
[A] বাগযন্ত্র
[C] মস্তিষ্ক
[B] শ্রবণ যন্ত্র
[D] অন্যান্য যন্ত্র
উঃ [A] বাগ্যন্ত্র
১৪) কথা বলার জন্য কেমন উচ্চারণ করতে হবে?
[A] সুষ্ঠু উচ্চারণ
[B] গম্ভীরভাবে উচ্চারণ
[C] কৃত্রিমভাবে উচ্চারণ
[D] দ্রুত উচ্চারণ
উঃ [A] সুষ্ঠু উচ্চারণ
১৫) প্রতিপক্ষের প্রতি বক্তব্য রাখতে গিয়ে কী পরিহার করতে হবে?
[A] লজ্জা
[B] ভয়
[C] শ্রদ্ধা
[D] কটূক্তি
উঃ [D] কটূক্তি