পরীক্ষা প্রস্তুতি

Primary TET EVS Pedagogy Practice Set- 5: পরিবেশ বিদ্যা পেডাগজি বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর

Share

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Pedagogy Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Pedagogy Practice Set

1) পরিবেশ কত প্রকার ?
[A] 2 প্রকার
[B] 3 প্রকার
[C] 4 প্রকার
[D] 5 প্রকার
Ans: [B] 3 প্রকার

2) মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান হল—
(i) মাটি, জল (ii) বায়ু (iii) উদ্ভিদ ও প্রাণী নীচের কোনটি সঠিক?
[A] (i) ও (ii)
[B] (i) ও (iii)
[C] (ii) ও (iii)
[D] (i), (ii) ও (iii)
Ans: [D] (i), (ii) ও (iii)

3) নীচের কোটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয় ?
[A] মূল্যবোধ
[B] শিক্ষা
[C] মানুষ
[D] অর্থনীতি
Ans: [C] মানুষ

4) “পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট মানুষকে ঘিরে সকল অবস্থার যোগফল বোঝায়।” -এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
[A] আর্মস
[C] পার্ক
[B] পিটার হ্যাগেট
[D] ম্যাকটি
Ans: [C] পার্ক

5) নীচের কোন্ শব্দ থেকে পরিবেশ বা Environment শব্দটি এসেছে?
[A] Environ
[B] Envios
[C] Environs
[D] Envirion
Ans: [A] Environ

6) জীবদের নিয়ে গঠিত পরিবেশের নাম কী ?
[A] জীব পরিবেশ
[B] ভৌত পরিবেশ
[C] প্রাকৃতিক পরিবেশ
[D] সামাজিক পরিবেশ
Ans: [A] জীব পরিবেশ

7) মানুষ এ পৃথিবীতে—
(i) বাস করে
(ii) জীবনযাত্রা নির্বাহ করে
(iii) বিচরণ করে
কোটি সঠিক?
[A] (i) ও (ii)
[B] (i) ও (iii)
[C] (ii) ও (iii)
[D] (i), (ii) ও (iii)
Ans: [D] (i), (ii) ও (iii)

8) ‘Environ’ শব্দটি একটি—
[A] লাতিন শব্দ
[B] জার্মান শব্দ
[C] ফরাসি শব্দ
[D] গ্রিক শব্দ
Ans: [C] ফরাসি শব্দ

9) নীচের কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয় ?
[A] বায়ু
[B] আর্দ্রতা
[C] গাছপালা
[D] আলো
Ans: [C] গাছপালা

আরও পড়ুনঃ
Primary TET MATH Pedagogy Practice Set
Primary TET Bangla Pedagogy Practice Set

10) প্রকৃতির সকল দান মিলেমিশে কী তৈরি হয় ?
[A] ভূগোল
[B] পরিবেশ
[C] সমাজ
[D] সংস্কৃতি
Ans: [B] পরিবেশ

11) মানুষের বাসস্থানকে ঘিরে কোন্ ধরনের অবস্থা বিরাজমান ?
[A] অর্থনৈতিক
[B] রাজনৈতিক
[C] আর্থসামাজিক
[D] পারিপার্শ্বিক
Ans: [D] পারিপার্শ্বিক

12) পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন্ ধরনের অবস্থাকে পরিবেশ বলে অভিহিত করেন ?
[A] জৈব ও প্রাকৃতিক অবস্থা
[B] অজৈব ও সামাজিক অবস্থা
[C] জৈব ও অজৈব অবস্থা
[D] অজৈব ও পারিবারিক অবস্থা
Ans: [A] জৈব ও প্রাকৃতিক অবস্থা

13) জড় ও জীব উপাদান নিয়ে গঠিত—
(i) ভৌত পরিবেশ (ii) প্রাকৃতিক পরিবেশ (iii) সামাজিক পরিবেশ
নীচের কোনটি সঠিক?
[A] (i) ও (ii)
[B] (i) ও (iii)
[C] (ii) ও (iii)
[D] (i), (ii) ও (iii)
Ans: [A] (i) ও (ii)

14) পরিবেশের উপাদান কয়টি?
[A] ২টি
[B] 3টি
[C] 4টি
[D] 5টি
Ans: [A] ২টি

15) মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিবেশ কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে?
[A] মানুষের কর্ম ও ব্যস্ততায়
[B] মানুষের অসীম বুদ্ধিমত্তায়
[C] মানুষের আচার-আচরণে
[D] মানুষের টিকে থাকায়
Ans: [A] মানুষের কর্ম ও ব্যস্ততায়

This post was last modified on November 24, 2022 2:41 pm

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৮

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

6 hours ago

SSC Recruitment Scam: কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত ‘স্থগিতাদেশ’ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ…

6 hours ago

উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ! পরীক্ষার্থীরা এক্ষুনি দেখে নিন

চলতি বছরে যেসব ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে…

7 hours ago

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF | April 2024 Current Affairs PDF

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF: রাজ্যের সরকারি, বেসরকারি, ব্যাঙ্কিং সহ অন্যান্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এপ্রিল…

11 hours ago

আগামীকাল উচ্চ মাধ্যমিক রেজাল্ট | এই ওয়েবসাইটে সবার প্রথম উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ দেখুন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। আগামীকাল দুপুর…

13 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 07 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

14 hours ago