Primary TET EVS Pedagogy Practice Set- 7: পরিবেশ বিদ্যা পেডাগজি বিষয়ের ১৫ টি প্রশ্নোত্তর

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Pedagogy Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam…

Published By: Exam Bangla | Published On:

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Pedagogy Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Pedagogy Practice Set

১) শিশুর মধ্যে পরিবেশগত উৎস এবং সমস্যা সম্পর্কে ধারণা দেওয়ার সম্ভব-
[A] শিশুর মানসিক উৎকর্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে
[B] শিশুকে পরিবেশ সম্পর্কে ধারণা দানের মধ্য দিয়ে
[C] শিক্ষক কর্তৃক পরিবেশগত উৎস এবং সমস্যা সম্পর্কে ধারণা প্রদানের মধ্য দিয়ে
[D] পরিবেশগত বিষয় সম্পর্কে পুস্তক সরবরাহের দ্বারা
উঃ [A] শিশুর মানসিক উৎকর্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে

২) পৃথিবীতে আদিম সৃষ্টি জীব হলো-
[A] ছত্রাক
[B] মস
[C] শ্যাওলা
[D] ব্যাকটেরিয়া
উঃ [D] ব্যাকটেরিয়া

৩) রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়-
[A] 1952 খ্রিস্টাব্দে
[B] 1962 খ্রিস্টাব্দে
[C] 1972 খ্রিস্টাব্দে
[D] 1982 খ্রিস্টাব্দে
উঃ [C] 1972 খ্রিস্টাব্দে

৪) বায়ুমন্ডলের ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার এবং 22 কিলোমিটারের মাঝখানে কোন স্তর বর্তমান-
[A] ট্রপোস্ফিয়ার
[B] স্ট্র্যাটোস্ফিয়ার
[C] মেসোস্ফিয়ার
[D] আয়নোস্ফিয়ার
উঃ [B] স্ট্র্যাটোস্ফিয়ার

৫) জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয়-
[A] লাল বিপ্লব
[B] নীল বিপ্লব
[C] সবুজ বিপ্লব
[D] হলুদ বিপ্লব
উঃ [B] নীল বিপ্লব

৬) পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি-
[A] উন্নয়ন দেশগুলিতে
[B] উন্নয়নশীল দেশগুলিতে
[C] অনুন্নত দেশগুলিতে
[D] উন্নত ও অনুন্নত- উভয় দেশগুলিতে
উঃ [B] উন্নয়নশীল দেশগুলিতে

৭) বছরের কোন দিনটি পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?
[A] 7 এপ্রিল
[B] 5 মে
[C] 5 জুন
[D] 7 নভেম্বর
উঃ [C] 5 জুন

৮) মোট মিষ্টি জলের উৎস থেকে তরল জল হিসেবে পাওয়া যায় শতকরা –
[A] 10 ভাগ
[B] 0.26 ভাগ
[C] 0.5 ভাগ
[D] 5 ভাগ
উঃ [B] 0.26 ভাগ

৯) বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্বের একক হল-
[A] ppm
[B] রোল্যান্ড
[C] ডবসন
[D] জনসন
উঃ [C] ডবসন

১০) একটি পপুলেশনের সদস্য সংখ্যা তার ধারণ ক্ষমতা কে অতিক্রম করলে তাকে বলে-
[A] জৈবিক ক্ষমতা
[B] ঘনত্ব
[C] অতিপ্রজতা
[D] জন্মহার
উঃ [C] অতিপ্রজতা

১১) যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হল-
[A] কার্বন ডাইঅক্সাইড
[B] ওজোন
[C] হাইড্রোজেন সালফাইড
[D] নাইট্রোজেন
উঃ [A] কার্বন ডাইঅক্সাইড

Primary TET All Practice Set: Download Now

১২) পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার হল-
[A] 43 শতাংশ
[B] 63 শতাংশ
[C] 73 শতাংশ
[D] 93 শতাংশ
উঃ [D] 93 শতাংশ

১৩) নিম্নলিখিত কোনটি পরিবেশ সম্পর্কিত নয়?
[A] UNEP
[B] IUCN
[C] IEEP
[D] NCERT
উঃ [D] NCERT

১৪) পারমাণবিক বর্জ্য বলতে বোঝায়-
[A] পরমাণু নির্মিত বর্জ্য
[B] পারমাণবিক বোমা ব্যবহৃত বর্জ্য
[C] পরমাণু চুল্লি থেকে নির্গত বর্জ্য
[D] পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে উৎপন্ন বর্জ্য
উঃ [C] পরমাণু চুল্লি থেকে নির্গত বর্জ্য

১৫) জীবনহীন নতুন ভূখণ্ডে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারকে বলে-
[A] ডিলিশান
[B] ইলেশান
[C] সাক্সেশান
[D] ভিশান
উঃ [D] ভিশান

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career