প্রাইমারি টেট জেলাভিত্তিক শূন্যপদ প্রকাশ, দেখে নিন কোন জেলায় কত শূন্যপদ

প্রাথমিকে রাজ্যের কোন জেলায় কত শূন্য পদে রয়েছে তা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন ১১ হাজার ৭৬৫ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে…

Published By: ExamBangla.com | Published On:

প্রাথমিকে রাজ্যের কোন জেলায় কত শূন্য পদে রয়েছে তা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন ১১ হাজার ৭৬৫ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। টেট পাশ এবং প্রশিক্ষিত, ৪০-এর নিচে বয়স এমন যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন।

রাজ্য ভিত্তিক শূন্যপদের তালিকা দেখে নেওয়া যাক। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। প্রায় ১৩৩৮ টি শূন্যপদ রয়েছে। সবচেয়ে কম শূন্যপদ রয়েছে শিলিগুড়ি এবং পশ্চিম বর্ধমান জেলায়। যার সংখ্যা ১৬৫ টি।

Primary TET Practice Set: Click Here

জেলাশূন্যপদ
পশ্চিম মেদিনীপুর ৮৪ টি
পশ্চিম বর্ধমান১৮৫ টি
বীরভূম৪৮৬ টি
মালদা৪৬৪ টি
মুর্শিদাবাদ৬৬৯ টি
শিলিগুড়ি১৮৫ টি
কোচবিহার৪৩৬ টি
জলপাইগুড়ি৩৭৬ টি
আলিপুরদুয়ার১৯৬ টি
দক্ষিণ দিনাজপুর২৬১ টি
উত্তর দিনাজপুর৬০২ টি
পূর্ব বর্ধমান৭৮৫ টি
পুরুলিয়া৭৩১ টি
ঝাড়গ্ৰাম৬৯১ টি
হাওড়া৯৭৫ টি
হুগলি৮৬০ টি
কলকাতা২৩২ টি
উত্তর ২৪ পরগনা৭৮০ টি
দক্ষিণ ২৪ পরগনা১৩৩৮ টি

আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন চলবে ১৪ নভেম্বর, ২০২২ রাত ১২ টা পর্যন্ত। www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org এই দুই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

Primary TET Vacancy List: Download Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career