WBPSC: ডাউনলোড করে নিন ফায়ার অপারেটর নিয়োগের ‘ফাইনাল মেরিট লিস্ট’

WB PSC

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WB PSC) এর তরফে প্রকাশ পেল ফায়ার অপারেটর নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট। সম্প্রতি তালিকার আকারে প্রার্থীদের ডিটেলস প্রকাশ করেছে কমিশন। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) এ গিয়ে মেরিট লিস্ট চেক করতে পারবেন।

ফাইনাল মেরিট লিস্ট চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (wbpsc.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজে অবস্থিত ফায়ার অপারেটর নিয়োগের ‘ফাইনাল মেরিট লিস্ট’ চেক করার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩) এবার স্ক্রিনে সংশ্লিষ্ট মেরিট লিস্টটি দেখতে পাবেন।

৪) এটি ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন প্রার্থীরা।

তবে আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনের নীচেই থাকছে মেরিট লিস্ট ডাউনলোড করার লিঙ্ক।

প্রসঙ্গত, এর আগে দমকল বিভাগে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে বাতিল হয় পুরনো নিয়োগ প্যানেল। প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ ছিল আগামী দুই মাসের মধ্যে প্রকাশ করতে হবে নয়া নিয়োগ তালিকা। আর এবার সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WB PSC) সংশ্লিষ্ট তালিকা প্রকাশ করেছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকায় প্রার্থীদের নাম, রোল নম্বর, ক্যাটাগরি সহ বিস্তারিত বিবরণ রয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।

WB PSC

Final Merit List: Download Now