রাজ্যের নিয়োগ দুর্নীতি তদন্তে নিত্যদিন হাজির হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুর্নীতির কালো ছায়ার আড়াল থেকে সামনে আসছে একাধিক হেভিওয়েটদের নাম। উঠছে রাজনৈতিক তরজা। সৃষ্টি হচ্ছে বিতর্ক। আর এবার দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির নজরে এলেন একশো ‘জনপ্রতিনিধি’।
সূত্রের খবর, এই জনপ্রতিনিধিদের তালিকায় রয়েছেন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের নাম পাঠাতেন ও কমিশন বাবদ মোটা টাকা আদায় করতেন। চাকরি বাতিল হওয়া প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে এরকম একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। জানা যাচ্ছে, এজেন্টদের মাধ্যমে প্রার্থী জোগাড় করে সেই নামের তালিকা পাঠানো হতো প্রভাবশালীদের কাছে। সেখান থেকে তালিকা পৌছে যেত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।
চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
তবে এই প্রভাবশালীরা কারা? চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের কথায়, এজেন্টদের মুখে কাউন্সিলর, মন্ত্রী ও বিধায়কদের নাম শুনেছিলেন তাঁরা। সূত্রের খবর, যুবনেতা কুন্তল ঘোষ জেরায় স্বীকার করেন, এজেন্টরা টাকা তুলে প্রভাবশালীদের কাছে পাঠাতো। এই সকল জনপ্রতিনিধিদের বিষয়ে বিস্তারিত তথ্য, নথি জোগাড় করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে একশো জনের হদিশ পাওয়া যাচ্ছে। সেই অনুযায়ী তৈরি হয়েছে তালিকা। এর মধ্যে কলকাতা ও জেলা মিলিয়ে রয়েছে ৮৫ জন কাউন্সিলরের নাম। জানা যাচ্ছে, এই বিস্তারিত তালিকাটি ইতিমধ্যে দিল্লিতে পাঠানো হয়েছে।