এক নজরে
WB Scholarship 2025: মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বর্তমানে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে একাধিক স্কলারশিপ প্রকল্প চালু রয়েছে। তবে অনেক সময়ই ছাত্র-ছাত্রীরা বুঝে উঠতে পারে না, ঠিক কত নম্বর পেলে কোন স্কলারশিপ এ আবেদন জানানো যাবে। এর জন্যই এবারে Exam Bangla র তরফে ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশে ঠিক কত নম্বর থাকলে কোন কোন স্কলারশিপে আবেদন জানানো যাবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। এখানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যোগ্যতায় প্রত্যেকটি স্কলারশিপে আবেদনের বিষয়ে জেনে নিতে পারবেন ছাত্রছাত্রীরা।
WB Scholarship 2025
২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে আজ পর্যন্ত একাধিক স্কলারশিপে (WB Scholarship 2025) আবেদন শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র যে সরকারি স্কলারশিপগুলিতেই ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারেন, এমনটা একেবারেই নয়। বর্তমানে একাধিক বেসরকারি সংস্থা থেকেও দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের অগ্রগতির উদ্দেশ্যে স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে। এই সমস্ত স্কলারশিপ গুলিতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেলেই ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারেন। তবে এ ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য পরবর্তী পড়াশোনায় ভর্তি হতে হবে।
৫০% নম্বরে সরকারি স্কলারশিপ (WB Scholarship 2025)
বর্তমানে যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য ভর্তি হয়ে গিয়েছেন, এবং একই সাথে পূর্ববর্তী পরীক্ষায় তাদের ৫০ শতাংশ বা তার বেশি নম্বর রয়েছে, তারা একাধিক সরকারি স্কলারশিপের (WB Scholarship 2025) জন্য আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে অন্ততপক্ষে ৩৫০ নম্বর বা তার বেশি নম্বর পেলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেস্ট অফ ফাইভ হিসাবে ৫০০ নম্বরের মধ্যে অন্ততপক্ষে ২৫০ বা তার বেশি নম্বর থাকলে ছাত্র-ছাত্রীরা এই সমস্ত স্কলারশিপ গুলিতে আবেদন জানাতে পারবেন।
১) ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)- মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যোগ্যতায় তপশিলি জাতি উপজাতি কিংবা জাতিগত দিক থেকে অনগ্রসর ট্রেনের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। ওয়েসিস স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ২০০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে বৃত্তি দেওয়া হয়।
২) ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship)- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক কিংবা স্নাতক উত্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। প্রতি বছরে এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।
৩) নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship)- পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে জনপ্রিয় স্কলারশিপ গুলির মধ্যে নবান্ন অন্যতম। এই স্কলারশিপটি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে নম্বর থাকা ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে। প্রতিবছর এই স্কলারশিপ এর মাধ্যমে ১০ হাজার টাকা করে বৃত্তি পেয়ে থাকেন ছাত্র-ছাত্রীরা।
৪) ঐকশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)- পশ্চিমবঙ্গ রাজ্যের অত্যন্ত দরিদ্র এবং পিছিয়ে পড়া জনজাতির মধ্যে থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। প্রতিবছরে এই স্কলারশিপের মাধ্যমে ৬০০০ টাকা থেকে 33 হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
Bharti Airtel Scholarship- Apply Now
৬০ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপ
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রকল্প রয়েছে। একাধিক মেধাভিত্তিক স্কলারশিপ (WB Scholarship 2025) এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেও বিভিন্ন সরকারি স্কলারশিপ চালু রয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য। এই স্কলারশিপ গুলিতে আবেদন জানানোর জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৪২০ নম্বর বা তার বেশি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেস্ট অফ ফাইভ অনুসারে অন্ততপক্ষে ৩০০ নম্বর বা তার বেশি নম্বর পেতে হবে।
১) স্বামী বিবেকানন্দ (SVMCM) স্কলারশিপ- পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় এই স্কলারশিপটি বিকাশ ভবন স্কলার্শিপ নামেও পরিচিত। এই স্কলারশিপের মাধ্যমে বর্তমানে বার্ষিক ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরবর্তী কোর্সের উপর ভিত্তি করেই বৃত্তির পরিমাণ নির্ধারণ করা হয়।
২) ঐকশ্রী SVMCM স্কলারশিপ- তপশিলি জাতি বা উপজাতি কিংবা পিছিয়ে পড়া বর্গের ছাত্র ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করলে, তাদের এই স্কলারশিপে আবেদনের সুযোগ থাকে। স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপ এর মতই এই স্কলারশিপেও বার্ষিক ১২০০০ টাকা থেকে ৬০ হাজার টাকার মধ্যে বৃত্তি পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
JM Sethia Merit Scholarship- Apply Now
উপরে উল্লেখিত একাধিক সরকারি স্কলারশিপের পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্কলারশিপের সুযোগ থাকে ছাত্রছাত্রীদের জন্য। তবে সেই সমস্ত বেসরকারি স্কলারশিপ গুলি সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে ২০২৫ সালের সমস্ত স্কলারশিপ গুলি সম্পর্কে জেনে নিতে পারেন।
WB Scholarship 2025- Click Here
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇