এক নজরে
WB Semester III: পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আবারো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন এবং পাঠরত রয়েছেন, তাদের উদ্দেশ্যেই এবার সেমিস্টার পদ্ধতির অন্তর্গত সাপ্লিমেন্টারি পরীক্ষায় সংশোধন আনা হলো। এই বছর অর্থাৎ ২০২৬ সালেই প্রথমবারের মতো আয়োজন করা হবে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কলেজের মত শুধুমাত্র সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষাই হচ্ছে না, বরং তার সাথে কোন একটি বছরে কোন একটি বিষয়ে উত্তীর্ণ হতে না পারলে ছাত্রছাত্রীরা সাপ্লিমেন্টারি পরীক্ষাও দিতে পারবে। তবে এই বিষয়ে আগের থেকে বেশ কিছু পরিবর্তন এনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ।
উচ্চ মাধ্যমিক স্তরের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বদল
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিশ জারি করে সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে বেশ কিছু পরিবর্তন জানিয়ে দেওয়া হয়েছে। মূলত ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্যই নিয়ম ৮ এর অন্তর্গত একাধিক বিষয়ের সংশোধন করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তি প্রতিটি ছাত্রছাত্রী, শিক্ষক, এমনকি অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
WBCHSE সাপ্লিমেন্টারি পরীক্ষার নতুন নিয়ম:
১) আগের নিয়ম অনুসারে, প্রথম সেমিস্টারের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কোন একটি বিষয়ে পাশ করতে পারবেন না, তাদের দ্বিতীয় সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। প্রথম সেমিস্টার এর ক্ষেত্রে এই একই নিয়ম বহাল রাখা হয়েছে। অর্থাৎ এরপর থেকেও প্রথম সেমিস্টারে কোন বিষয়ে ব্যর্থ হলে ছাত্রছাত্রীদের দ্বিতীয় সেমিস্টারে সেই বিষয়ের সপলিমেনটারি পরীক্ষা দিতে হবে।
২) দ্বিতীয় সেমিস্টারে কোন বিষয়ে উত্তীর্ণ না হতে পারলে, পরবর্তী এক মাসের মধ্যে ওই প্রতিষ্ঠান সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে। এক্ষেত্রে সংসদের তরফে কোনো রকম প্রশ্নপত্র তৈরি করা হবে না। সমস্ত পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্নপত্রের দায়িত্বভার থাকবে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর। এই পরীক্ষা আবসিকভাবে দ্বিতীয় সেমিস্টারের পরবর্তী এক মাসের মধ্যে শেষ করতে হবে।
বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now
৩) সেমিস্টার I বা II এর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে না পারলে, ওই ছাত্র-ছাত্রীকে আবারও একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার পরের বছরে দিতে হবে। এক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীকে একাদশ শ্রেণীতে অকৃতকার্য হিসেবেই বিচার করা হবে। অর্থাৎ তাকে আবার করে একাদশ শ্রেণীর দুটি ধাপ উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে উঠতে হবে।
৪) যেকোনো সাপ্লিমেন্টারি পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দ্বারা পরিচালনা করা হবে। যদিও বোর্ডের যে মূল পরীক্ষা অর্থাৎ প্রথম সেমিস্টার থেকে শুরু করে চতুর্থ সেমিস্টার পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র এবং পরিচালনার দায়িত্বভার থাকবে সংসদের উপর। শুধুমাত্র সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রেই প্রতিষ্ঠানের দ্বারা সমস্ত বিষয়টি পরিচালনা করা হবে।
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
৫) অপরদিকে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সমস্ত পরীক্ষা পরিচালনার দায়িত্বভারের থাকবে সংসদ। এক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে আগের নিয়ম ছিল, সেটি বহাল থাকতে। অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা ক্লিয়ার করতে না পারলে সেই পেপারটি পরের বছর আবার পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীকে।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সুযোগ বাড়ানো হয়েছে। একবার অকৃতকার্য হলেও পরবর্তী সময়ে যাতে সেই ছাত্র বা ছাত্রী আরেকটু প্রস্তুতি নিয়ে কৃতকার্য হতে পারেন, সেই দিকটি বিশ্লেষণ করেই এই বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সংসদ।