চাকরির খবর

রাজ্যে শিক্ষক নিয়োগের আবেদন শুরু! মোট শূন্যপদ ১৭২৯

Advertisement

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হল। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের (WBMSC) নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হল। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭২৯ শূন্যপদে অস্থায়ী শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হল এদিন শনিবার। আবেদন জানানোর আগে আসুন দেখে নেওয়া যাক আবেদন করার জন্য লাগবে কোন শিক্ষাগত যোগ্যতা, কোন বয়সের প্রার্থীরা করতে পারবেন আবেদন, কেমন হবে এবারের পরীক্ষার সিলেবাস? আবেদন এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত ভাবে উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে। প্রতিবেদনের শেষেই সরাসরি আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা।

WB SLST Recruitment 2023

প্রথম – চতুর্থ শ্রেণীর শিক্ষক
যোগ্যতা – আরবিক ঐচ্ছিক বিষয় সহ নূন্যতম ৫০% নম্বর নিয়ে ফাজিল অথবা উচ্চ মাধ্যমিক পাশ প্রাথীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অব্যশই NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি – উল্লিখিত বিষয়গুলির ওপর OMR বেস্ড TET পরীক্ষা আয়োজিত হবে। TET পরীক্ষাটি হবে মোট ১৫০ নম্বরের। TET পাশ পরীক্ষার্থীরা মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মূল পরীক্ষাটি হবে মোট ৯০ নম্বরের। পরীক্ষার বিষয়গুলি হল – চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি- ৩০ নম্বর, ল্যাঙ্গুয়েজ ১- ৩০ নম্বর, ল্যাঙ্গুয়েজ ২- ৩০ নম্বর, সাবজেক্ট টেস্ট (আরবি)- ৩০ নম্বর, এনভায়রনমেন্টাল স্টাডিজ- ৩০ নম্বর।

আরও পড়ুনঃ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল পর্ষদ

পঞ্চম – অষ্টম শ্রেণীর শিক্ষক
যোগ্যতা – নূন্যতম ৫০% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রাথীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অব্যশই NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে। অথবা, নূন্যতম ৪৫% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সহ ২৯.০৭.২০১১ তারিখের আগে B.Ed. প্রশিক্ষণ সম্পূর্ণ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি – উল্লিখিত বিষয়গুলির ওপর OMR বেস্ড TET পরীক্ষা আয়োজিত হবে। TET পরীক্ষাটি হবে মোট ১৫০ নম্বরের। TET পাশ পরীক্ষার্থীরা মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মূল পরীক্ষাটি হবে মোট ৯০ নম্বরের। পরীক্ষার বিষয়গুলি হল – চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি- ৩০ নম্বর, ল্যাঙ্গুয়েজ ১- ৩০ নম্বর, ল্যাঙ্গুয়েজ ২- ৩০ নম্বর, আরবি/ এডভান্স আরবি থিওলজি- ৬০ নম্বর।

নবম – দশম শ্রেণীর শিক্ষক
যোগ্যতা – নূন্যতম ৫০% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রাথীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অব্যশই NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে। অথবা, নূন্যতম ৪৫% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সহ ২৯.০৭.২০১১ তারিখের আগে B.Ed. প্রশিক্ষণ সম্পূর্ণ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরের পড়াশোনা বাধ্যতামূলক।
পরীক্ষা পদ্ধতি – মূল পরীক্ষা ৯০ নম্বরের।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্টাফ নিয়োগ

একাদশ – দ্বাদশ শ্রেণীর শিক্ষক
যোগ্যতা – নূন্যতম ৫০% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রাথীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অব্যশই NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে D.El.Ed./ B.Ed. প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে। অথবা, নূন্যতম ৪৫% নম্বর নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সহ ২৯.০৭.২০১১ তারিখের আগে B.Ed. প্রশিক্ষণ সম্পূর্ণ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরের পড়াশোনা বাধ্যতামূলক।
পরীক্ষা পদ্ধতি – মূল পরীক্ষা ৯০ নম্বরের।

বয়সসীমা – উক্ত প্রতিটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে উচ্চতম ৪০ বছরের মধ্যে। OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং SC/ ST প্রার্থীদের জন্য ৫ বছর বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের (WBMSC) অফিসিয়াল ওয়েবসাইট wbmsc.co.in এ ভিজিট করতে হবে। এরপর নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করে ওয়েবসাইটে লগইন করে নিতে হবে আবেদনকারীদের। তারপর নির্দিষ্ট ওয়েবফর্মে সমস্ত তথ্য পূরণ করে আবেদন ফি জমা করার পর ‘সাবমিট’ অপশানে ক্লিক করতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি – General/ SC/ ST/ OBC প্রার্থীদের ৫০০/- টাকা এবং PwD প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ – ১২ জুন, ২০২৩।

রাজ্যে শিক্ষক নিয়োগের আবেদন শুরু

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles