SSC চাকরিহারা প্রার্থীদের জন্য নতুন খবর প্রকাশিত হলো! কলকাতা উচ্চ আদালতের রায় জারি রেখেই দেশের শীর্ষ আদালত প্রায় ২৬ হাজার সরকারি কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে একাধিক বিক্ষোভ এবং মিছিল। তবে সম্প্রতি পরবর্তী নিয়োগ সংক্রান্ত দুর্দান্ত ঘোষণা করল রাজ্য। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
WBSSC Notification
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ প্যানেল নিযুক্তির সময় মাত্রাতিরিক্ত দুর্নীতির আঁচ করছে সুপ্রিম কোর্ট। এর উপর ভিত্তি করেই কলকাতা উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বহাল রেখেছে শীর্ষ আদালত। আদালতের রায় অনুসারে বাতিল হয়েছে ২৬হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি। সরকারি বিদ্যালয়ে গুলি এর ফলে যথেষ্ট পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছে। এই কারণেই পুনরায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপাতত স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের।
অযোগ্য কর্মচারীদের কোনোভাবেই নিস্তার নেই বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে আদালতের ঘোষণা অনুযায়ী আগামী মাসের মধ্যেই প্রকাশিত হতে পারে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি। ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পুনঃনির্বাচন হয়ে যেতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এই উদ্দেশ্যে আগামী মে মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করার নির্দেশ দিয়েছে আদালত।
ইতিমধ্যেই এপ্রিল মাসের ২১ তারিখে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশন নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনতে চলেছে।
কী কী পরিবর্তন আসছে নিয়োগ বিধিতে?
রাজ্য স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি ইতিমধ্যেই জানিয়েছে, এবার থেকে চাকরি প্রার্থীরা পরীক্ষা দেওয়ার পর OMR শিট নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবেন। এর পাশাপাশি ১০ বছরের জন্য পরীক্ষার কপি সংরক্ষিত থাকবে সরকারের কাছে। পরীক্ষার পদ্ধতিতে স্বচ্ছতা আনার জন্য ফল প্রকাশ এর আগেই উত্তরপত্রের ঘোষণা করবে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুনঃ রাজ্যের জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ
প্রসঙ্গত, এই বছরের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। সূত্রের তরফে জানা যাচ্ছে, ২০১৬ সালের নিয়োগ পদ্ধতি অবলম্বন করেই কর্মী নিয়োগ হতে পারে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্কুল সার্ভিস কমিশন। আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সমস্ত স্পষ্টিকরণ পাওয়া যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের।