Primary TET Interview: প্রাইমারি টেট ইন্টারভিউর তারিখ ঘোষণা করল পর্ষদ! কারা অংশ নিতে পারবেন, জেনে নিন
প্রাইমারি টেটের ইন্টারভিউ সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিজ্ঞপ্তিতে অষ্টাদশ দফার টেট ইন্টারভিউর বিষয়ে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। কারা অংশগ্রহণ করতে পারবেন ও কবে ইন্টারভিউ হবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে পর্ষদ। অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org)-এ গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারবেন প্রার্থীরা।
যে সমস্ত প্রার্থীরা প্রাথমিকের আবেদন জানানোর সময় ডি.এল.এড, ডি.এড স্পেশাল এডুকেশন, বিএড কে ট্রেনিং কোয়ালিফিকেশন বলে উল্লেখ করেছিলেন এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশ মতো পর্ষদের ওয়েবসাইট মারফত নিজেদের ট্রেনিং কোয়ালিফিকেশন পরিবর্তন করতে পেরেছিলেন, তাঁরাই মুলত এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১৭ জুন এই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেবে পর্ষদ।
আরও পড়ুনঃ উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দিল রাজ্য
ইন্টারভিউর দিন চাকরিপ্রার্থীদের যে যে নথি নিয়ে আসতে হবে তাও তালিকা করে জানিয়েছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টারভিউর জন্য চাকরিপ্রার্থীদের টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি (প্রিন্ট করা), মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বি.এড/ডি.এল.এড/ডি.এড এর মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট (যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি নিয়ে আসতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।