Madhyamik 2024: আবারও বদলাতে চলেছে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি? দেখুন কি জানাচ্ছে পর্ষদ
মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিড়ম্বনা কাটছে না এখনও। পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে আর্জি জানিয়েছেন শিক্ষা মহলের বিশেষ অংশ। তাহলে কি আবার পরিবর্তন হবে পরীক্ষার সময়, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি পড়ুন।
বোর্ড পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়েছে রাজ্যে। হাতে আর মাসখানেকও সময় নেই। এরইমধ্যে আচমকা প্রায় সাড়ে তিন দশকের নিয়ম বদলে এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়। পর্ষদ-সংসদের যৌথ সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ৯:৪৫ থেকে। বোর্ড পরীক্ষার নতুন নির্ঘন্ট প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। নয়া সময়সূচিতে সন্তুষ্ট নন শিক্ষক থেকে পড়ুয়া মহল। এহেন পরিস্থিতিতে পরীক্ষার সময়সীমা বদলের আর্জি জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা পড়ল স্মারকলিপি। সূত্রের খবর, তার সাপেক্ষেই নতুন কোনো পদক্ষেপ নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ।
সম্প্রতি নবান্নে আয়োজিত পর্ষদ-সংসদ কর্তাদের সঙ্গে রাজ্য প্রশাসনের আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় এগিয়ে আনার ঘোষণা হয়েছে। আগে যেখানে ১১:৪৫ মিনিটে মাধ্যমিক হওয়ার কথা ছিল সেখানে ৯:৪৫ মিনিটে শুরু হবে মাধ্যমিক, অন্যদিকে ১২:০০-এর বদলে ৯:৪৫ থেকে আরম্ভ হবে উচ্চমাধ্যমিক। নির্ঘন্ট ঘোষণার পর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, ৯:৪৫ থেকে পরীক্ষা শুরু হওয়ায় সকাল ৮ টার মধ্যে স্কুলে পৌছতে হবে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। আর এখানেই আশঙ্কা শিক্ষক মহলের। এ বিষয়ে তাঁদের দাবি, অনেকেরই স্কুল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এতটা সকালে পৌছতে হলে বেশ কিছু সমস্যা হাজির হতে পারে। যেমন, কুয়াশার কারণে যদি ট্রেন লেট হয় অথবা বাতিল হয়ে যায় তবে ভোগান্তির শেষ থাকবে না। তাই সকলের সুবিধার্থে বোর্ড পরীক্ষার সময় কিছুটা পিছোনোর আবেদন জানানো হয়েছে শিক্ষক সমিতির তরফে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের দিনেই আয়োজিত হবে একাদশ শ্রেণীর পরীক্ষা
এছাড়া, মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, সময় এগিয়ে আসায় প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌছতে হবে সকাল আটটার মধ্যে। কোনো কারণে যদি প্রশ্নপত্র পৌছতে দেরী হয় তবে পরীক্ষা শুরুতেই বাধা পড়বে, এমনকি নির্ধারিত সময়ের পরে শুরু হতে পারে পরীক্ষা। যা মোটেই যুক্তিসঙ্গত নয় বলেই শিক্ষক মহলের বক্তব্য। সূত্রের খবর, সম্প্রতি নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)-এর তরফে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে। এই স্মারকলিপিতে বলা হয়েছে, শিক্ষক ও পরীক্ষার্থীদের সুবিধার্থে যেন নতুন সময়সূচি প্রত্যাহার করে পর্ষদ। দরকার পড়লে ১০:৪৫ থেকে পরীক্ষা হোক। কিন্তু ৯:৪৫ নয়। প্রসঙ্গত, ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক। অর্থাৎ হাতে আর দিন কয়েকের সময়। তার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা তার অপেক্ষাতেই রয়েছেন পরীক্ষার্থী থেকে শিক্ষকেরা।