শিক্ষার খবর

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 | আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

প্রতিবছর মাধ্যমিক ফল ঘোষণার দিন প্রকাশ করা হয় আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ অর্থাৎ রুটিন। এবার মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই আগামী বছরের পরীক্ষার রুটিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025: সম্প্রতি শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন প্রকার অসঙ্গতি আটকানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। যার মধ্যে ছিল প্রশ্নপত্রে ইউনিক কোড এবং কিউ আর কোডের ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বেশ কিছু ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ মারফত সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী যারা পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্রের ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে চেয়েছিল এইরকম ৩৬ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা গেছে। চিহ্নিত করার পর এই সকল পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।

এদিন একটি সাংবাদিক বৈঠকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বক্তব্য রাখতে গিয়ে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন জানালেন শিক্ষামন্ত্রী। তাঁর কথা অনুযায়ী, “বেশকিছু অসাধু ব্যক্তি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ফাঁস করার চেষ্টা করেছিল। এটা পরীক্ষার্থীদের একার কাজ নয়, বাইরের কিছু মানুষ এর সঙ্গে যুক্ত আছে। আমরা এবারে মোট ৩৬ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করে তাদের পরীক্ষা বাতিল করেছি। আগামীদিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই একই ব্যবস্থা গ্রহণ করা হবে।” উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রেও ইউনিক কোড এবং বিশেষ কিউ আর কোড ব্যবহারের সম্ভাবনা জানিয়েছেন তিনি।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025

আরও পড়ুনঃ সব বিষয়ের উচ্চ মাধ্যমিক সাজেশন 2024

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে শিক্ষামন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। এই রুটিন অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে। ১৪ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি থাকছে ইতিহাস। ১৮ ফেব্রুয়ারি হবে ভূগোল। ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এবং ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান পরীক্ষা হবে। সবশেষে ২২ ফেব্রুয়ারি হবে গণিত বিষয়ের পরীক্ষা এবং ২৪ ফেব্রুয়ারি আয়োজিত হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025

Related Articles