এক নজরে
WBCAP Admission: সম্প্রতি কলকাতা হাইকোর্টের ওপর OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি করা হয়েছে। এর ফলে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত অনিশ্চয়তা বেশ কিছুটা দূর হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। রাজার হাজার হাজার শিক্ষার্থী যে সমস্যার কারণে এতদিন পর্যন্ত দ্বিধার মধ্যে ছিলেন, তাদের জন্য এবার সুখবর রয়েছে।
WBCAP Admission Notice 2025
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত হয়েছে একাধিক নির্দেশিকা। সেই সমস্ত নির্দেশিকা অনুসারে, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ওবিসি এর আওতায় থাকা সত্ত্বেও আদালতের রায়ের কারণে সাধারণ প্রার্থী হিসেবে আবেদন জানিয়েছিলেন, তারা এবার নিজেদের ওবিসি সার্টিফিকেট আপলোড করার সুযোগ পাবেন। উচ্চশিক্ষা দপ্তরের তরফে কেন্দ্রীয় এডমিশন পোর্টালে OBC Reservation সার্টিফিকেট আপলোড এর জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ ও পরিবর্তনের সময়সীমা
পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজে ভর্তি (WBCAP Admission) নিয়ে এই বছরে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন ছাত্র-ছাত্রীরা। মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা উচ্চ আদালতে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার কারণে অভিষেক প্রার্থীদের সাধারণ হিসাবে আবেদন জানাতে হয়েছিল। তবে এবারের ছাত্র-ছাত্রীরা নিজেদের অভিষেক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্র কেন্দ্রীয় এডমিশন পোর্টালে আপলোড করতে পারবেন। এর পাশাপাশি পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের পছন্দের কলেজ ও কোর্সের তালিকা ও পরিবর্তন করার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ আগষ্ট মাসে রাজ্যের বিদ্যালয়ে একটানা ১২ দিন ছুটি, কবে কবে?
কত তারিখ পর্যন্ত এই পরিবর্তন করা যাবে?
পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৯ জুলাই, ২০২৫ মঙ্গলবার মধ্যরাত বারোটা থেকে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীরা অনলাইনে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে নিজেদের পছন্দের বিষয়, কলেজ, কোর্সের যাবতীয় ডিটেলস পরিবর্তন করতে পারছেন। এর পাশাপাশি সংসদের নির্দেশে ওই পোর্টালে ওবিসি সার্টিফিকেট জমা করা যাচ্ছে। এই প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ ১ আগস্ট, ২০২৫ শুক্রবার পর্যন্ত জারি থাকবে। ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত পরিবর্তনের কাজ শেষ করে ফেলেন। কারণ এরপরে আর আবেদনের কোন রকম পরিবর্তন করার সুযোগ পাবেন না ছাত্রছাত্রীরা।
চাকরির খবরঃ ৪৯৮৭ টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
WBCAP Admission প্রক্রিয়ায় বিলম্ব
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়ায় (WBCAP Admission) বেশ কিছুটা বিলম্ব ঘটেছে। এখানে অন্যান্য বেসরকারি কলেজ কিংবা অন্যান্য রাজ্যের কলেজ ও ইউনিভার্সিটি গুলিতে ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গিয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ এডমিশন প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। মেধা তালিকা প্রকাশ এবং কলেজের ক্লাস শুরু হওয়া নিয়েও ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট চিন্তা কাজ করছে। তবে এবারে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায়ের ফলে রাজ্যের obc পড়ুয়ারা আপাতভাবে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছেন এবং নিজেদের সংরক্ষণ দাবি করতে পারছেন। তবে এখনো পর্যন্ত এই মামলার চূড়ান্ত রায় বাকি রয়েছে।
এর মধ্যেই যদি পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের তরফে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায়, তাহলে ছাত্র-ছাত্রীদের একাংশ যথেষ্ট পরিমাণে লাভবান হবেন। এর পাশাপাশি ভর্তি প্রক্রিয়ার পর কয়েক মাস গেলেই প্রথম সেমিস্টারের পরীক্ষা। কলেজের অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীদের ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার সিলেবাস শেষ করতে হবে। এই কারণেও যথেষ্ট তৎপরতার সঙ্গে ভর্তির প্রক্রিয়া শেষ করতে চাইছে উচ্চ শিক্ষা দপ্তর।