এক নজরে
WBCAP College Admission: বন্ধ হয়ে গেছে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল, দুশ্চিন্তার মধ্যে একাধিক ছাত্র-ছাত্রী। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করেন পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুরু থেকেই যথেষ্ট তৎপরতার সঙ্গে চলেছে অনলাইন পোর্টালটি। তবে এবার আবারও সমস্যার সম্মুখীন ছাত্র-ছাত্রীরা। মাত্র কিছুদিন কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু থাকার পরেই বন্ধ হয়ে গেল অনলাইন এডমিশন। ঠিক কোন কারণে আবারো কলেজে ভর্তির পথে বাধা এলো? আবার কবে থেকে চালু হবে কলেজের অনলাইন পোর্টাল? আজকের প্রতিবেদন থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত জেনে নিন।
WBCAP College Admission
পশ্চিমবঙ্গ রাজ্য কলেজে এডমিশনের জন্য সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল WBCAP নতুন করে ডেভেলপ করা হয়। গত সপ্তাহ থেকেই বেশ আড়ম্বরের সঙ্গে এই অনলাইন পোর্টাল (WBCAP College Admission) উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তারপর থেকে বিপুল পরিমাণে ছাত্রছাত্রী কলেজে ভর্তির জন্য আবেদন জানিয়ে ফেলেছেন। সবকিছু নির্দ্বিধায় যখন চলছিল, তার মাঝেই বন্ধ হয়ে গেল কলেজে ভর্তির অনলাইন পোর্টাল। মূলত আদালতে চলা ওবিসি ক্যাটাগরি নিয়ে মামলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
হঠাৎ করে কেন বন্ধ WBCAP College Admission?
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি মামলা জারি রয়েছে আদালতে। এই মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অনগ্রসর জাতি কল্যাণ দপ্তরের সহায়তায় নতুনভাবে একটি ওবিসি তালিকা প্রকাশ করেন। সেই তালিকা অনুসারেই অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীদের রিজার্ভেশন দেওয়া হবে বলে জানানো হয়। সেই হিসেবেই কলেজের এডমিশন চলছিল। তবে এর মাঝেই আদালতের পক্ষ থেকে এই তালিকার স্টে অর্ডার জারি করা হয়। এর ফলেই সৃষ্টি হয় বিভ্রান্তির। বিশেষত ওবিসি ক্যাটাগরি A ও ক্যাটাগরি B এর মধ্যেই মূল সমস্যা রয়েছে। এই পরিস্থিতির সামাল দেওয়ার জন্যই প্রশাসনের তরফে WBCAP অনলাইন পোর্টালকে ইতিমধ্যেই মেন্টেনেন্স মোডে পাঠিয়ে দেওয়া হয়। যে কারণে বন্ধ রয়েছে কলেজের এডমিশন।
আরও পড়ুনঃ আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায়
কবে থেকে খুলবে ভর্তির অনলাইন পোর্টাল?
কলেজে ভর্তির অনলাইন পোর্টাল WBCAP আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিছুদিনের মধ্যেই আবার নতুন করে WBCAP College Admission পোর্টাল চালু হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ওবিসি ক্যাটাগরিতে আবেদন জমা করেছিলেন, তাদের আবেদন পত্র জেনারেল হিসেবে এডিট করে দিতে হবে। অনলাইন পোর্টাল চালু হলে ওবিসি ক্যাটাগরি থাকবে না বলেই জানা যাচ্ছে। অর্থাৎ এবারে কলেজে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র General, SC, ST ও PWD ক্যাটাগরি গুলি রাখা হবে।
আরও পড়ুনঃ জুলাই মাসে আবারো টানা ছুটি পড়তে চলেছে রাজ্যের বিদ্যালয় গুলিতে
স্কলারশিপ সম্পর্কিত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
তাহলে কি ওবিসি ছাত্র-ছাত্রীরা সংরক্ষণ পাবেন না?
এই বছরে কলেজে ভর্তি হওয়া নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ওবিসি ছাত্র-ছাত্রীরা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, এ বিষয়ে পরবর্তী সময়ে আদালতের রায়ের উপরেই সবকিছু নির্ভর করছে। নতুন ওবিসি তালিকা যদি আদালতের তরফেক গ্রাহ্য করা হয়, তাহলে আবার নতুন লিংক এর মাধ্যমে নিজেদের ক্যাটাগরি মডিফাই করার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। তবে এক্ষেত্রে ওবিসি হিসেবে আবেদনপত্র পূরণ করে থাকা সত্ত্বেও পোর্টাল খোলার সাথে সাথে সেটিকে পরিবর্তন না করলে সংরক্ষণের কোনোরকম সুবিধা পাবে না, ওই শিক্ষার্থী।